বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ০৪:৫৬ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার:
বিশ্বম্ভরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল আলম সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার (১৪ জুলাই) বিকেলে সুনামগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. রোকন উদ্দিন কবির এ আদেশ দেন।
জানা গেছে, গত বছরের ৪ আগস্ট বিশ্বম্ভরপুরে ছাত্র-জনতার এক শান্তিপূর্ণ মিছিলে হামলার ঘটনায় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। মামলায় নাম আসে আওয়ামী লীগ নেতা নুরুল আলম সিদ্দিকীর। ঘটনার পর থেকে তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন।
সম্প্রতি তিনি উচ্চ আদালতে হাজির হয়ে আগাম জামিনের আবেদন করেন। সেসময় আদালত তাকে ছয় সপ্তাহের মধ্যে সুনামগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন। সে অনুযায়ী সোমবার তিনি আদালতে হাজির হলে শুনানি শেষে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
নুরুল আলম সিদ্দিকীর আইনজীবী অ্যাডভোকেট নূরে আলম সিদ্দিকী উজ্জ্বল বিষয়টি নিশ্চিত করেছেন।