বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ০৫:৪৯ পূর্বাহ্ন
সুনামগঞ্জ সংবাদদাতা:
সুনামগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল সাড়ে ১০ টায় পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
জেলা পরিবার পরিকল্পনা বিভাগের সহকারী পরিচালক তপন কান্তি ঘোষের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রেজাউল করিম, জেলা শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম।
আলোচনা সভায় জেলার বিভিন্ন ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রের স্বাস্থ্য কর্মী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এসময় স্বাস্থ্য খাতে অবদান রাখায় শ্রেষ্ঠ পরিবার কল্যাণ সহকারী রীনা রানী তালুকদার, শ্রেষ্ঠ পরিবার কল্যাণ পরিদর্শিকা হাছনারা আক্তার, শ্রেষ্ঠ পরিবার কল্যাণ পরিদর্শক গিরীদারি পাল, শ্রেষ্ঠ উপ সহকারী মেডিকেল অফিসার মোস্তাফিজুর রহমান নির্বাচিত হোন। তাদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস মিয়া।
আলোচনা সভায় বক্তারা বলেন, পরিবার পরিকল্পনা কল্যাণ কেন্দ্রের জনবল সংকটের মধ্যেও তারা রোগীদের সেবা দিয়ে থাকেন। নরমাল ডেলিভারিতে বিশেষ ভূমিকা রাখছেন। ভবিষ্যতে আরো ভালো সেবার দেওয়ার আহ্বান জানান।