বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ০৫:৩১ পূর্বাহ্ন
দিরাই প্রতিনিধি:
দিরাই পৌরসভার সুজানগর গ্রামের বাসিন্দা রুবেল মিয়ার ১০ বছর বয়সী ছেলে নীরব গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন থাকায় তার পাশে দাঁড়িয়েছে প্রবাসী সংগঠন দিরাই সমাজ কল্যাণ সমিতি লম্বারদিয়া মিলান, ইতালি। সংগঠনের পক্ষ থেকে বুধবার (১৬ জুলাই) সকালে নীরবের দাদা আলতাব উদ্দিনের হাতে নগদ ৫০ হাজার টাকা হস্তান্তর করা হয়।
উক্ত সহায়তা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিরাই উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রফিকুল হক চৌধুরী টিপু, বাংলাদেশ জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরামের কেন্দ্রীয় সদস্য মেহেদী হাসান চৌধুরী, ইঞ্জিনিয়ার সাজিদুর রহমান, দিরাই উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ফাহিম মিয়া, ছাত্রদল নেতা ফাহিম চৌধুরী, সাগর মিয়া সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মেহেদী হাসান চৌধুরী জানান, “নীরবের দুর্ঘটনার খবর পেয়ে প্রবাসে অবস্থানরত সংগঠনের সদস্যরা চিকিৎসার জন্য ৫০ হাজার টাকা পাঠান। আমরা সেই টাকা আজ তার দাদার কাছে হস্তান্তর করি। সংগঠনটি সবসময় দিরাইয়ের অসহায় মানুষের পাশে থাকে এবং ভবিষ্যতেও থাকবে।”
এসময় তিনি সংগঠনের প্রধান উপদেষ্টা রিপন আলম চৌধুরী, সভাপতি শাকির মাহমুদ তালুকদার, সাধারণ সম্পাদক হামিম মিয়া তালুকদার, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম হিমেল সহ সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।
উল্লেখ্য, গত ১৫ জুন দিরাই বাজার থেকে নিজ বাড়ি ফেরার পথে নতুন পাড়া জামে মসজিদের সামনে একটি বাস ও অটোরিকশার সংঘর্ষে নীরব গুরুতর আহত হয়। বর্তমানে সে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
সহায়তা পেয়ে আবেগাপ্লুত নীরবের দাদা আলতাব উদ্দিন বলেন, “এই টাকার অভাবে আমার নাতির ভালো চিকিৎসা করাতে পারছিলাম না। আল্লাহর রহমতে প্রবাসীরা খবর পেয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। আমি দিরাই সমাজ কল্যাণ সমিতির প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই।”