বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ০৫:৩৮ পূর্বাহ্ন
সুনামগঞ্জ প্রতিনিধি:
সিলেটের কাজিরবাজারে অবস্থিত নিরঞ্জন ঘোষের রেস্তোরাঁয় কর্মরত হোটেল শ্রমিক দিনার আহমেদ রুমন-কে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে সুনামগঞ্জ জেলা হোটেল রেস্টুরেন্ট মিষ্টি বেকারি শ্রমিক ইউনিয়ন-এর উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৩ জুলাই) বিকাল ৫টায় সুনামগঞ্জ শহরের রায়পাড়ায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে জড়ো হয়ে বিক্ষোভকারীরা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে সমাবেশে মিলিত হন।
সংগঠনের সভাপতি সুরঞ্জিত দাসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক টিটু দাসের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি রত্নাংকুর দাস জহর, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সুনামগঞ্জ জেলা কমিটির সহ-সভাপতি আমির উদ্দিন, লিলু মিয়া, মোঃ আলম, স্বপন মিয়া, মোঃ পাপলু প্রমুখ।
নেতৃবৃন্দ বলেন, “হোটেল শ্রমিক রুমন হত্যাকাণ্ড কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এটি শ্রমিক শ্রেণির উপর চলমান শোষণ-নির্যাতনের প্রতিফলন। ‘চা দিতে দেরি’ হওয়াকে কেন্দ্র করে একজন শ্রমিককে হত্যা বর্তমান শোষণমূলক রাষ্ট্রব্যবস্থার নগ্ন রূপ প্রকাশ করে।”
তারা অভিযোগ করেন, হোটেল শ্রমিকরা দীর্ঘ সময় পরিশ্রম করলেও তাদের শ্রমের ন্যায্য মূল্য, নিরাপত্তা ও চাকরির নিশ্চয়তা নেই। দিনের পর দিন শ্রমিকরা মালিকদের শোষণের শিকার হয়ে আসছে।
নেতৃবৃন্দ আরও বলেন, “বর্তমান সরকারসহ অতীতের সব সরকারই পুঁজিপতিদের স্বার্থ রক্ষা করে আসছে। শ্রমিক আন্দোলন দমনে রাষ্ট্রীয় বাহিনী ব্যবহার, মামলা-হামলা ও হত্যার ঘটনা বারবার ঘটেছে।” সমাবেশ থেকে বক্তারা রুমন হত্যার প্রধান আসামিকে গ্রেফতারের প্রশংসা করলেও অবিলম্বে সকল সহযোগী খুনিদের গ্রেফতার ও তাদের ফাঁসির দাবি জানান। পাশাপাশি, নিহত শ্রমিক রুমনের পরিবারকে তার আজীবন আয়ের সমপরিমাণ ক্ষতিপূরণ প্রদানের জন্য সিলেট প্রশাসনের প্রতি আহ্বান জানান।