সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ০৩:৫৪ পূর্বাহ্ন

সিলেটে সুজনের ‘জাতীয় সনদ ও নাগরিক প্রত্যাশা’ শীর্ষক সংলাপ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টারঃ

“সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষাকবচ” — এই স্লোগানে সিলেটে অনুষ্ঠিত হয়েছে সুজন–সুশাসনের জন্য নাগরিক আয়োজিত ‘জাতীয় সনদ ও নাগরিক প্রত্যাশা’ শীর্ষক নাগরিক সংলাপ। বৃহস্পতিবার (তারিখ উল্লেখ করুন) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত হোটেল মেট্রো ইন্টারন্যাশনালে এ সংলাপ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুজন কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ কুমার সরকার। সভাপতিত্ব করেন সিলেট জেলা সুজনের সহ-সভাপতি সৈয়দা শিরিন আক্তার এবং সঞ্চালনায় ছিলেন সিলেট জেলা সুজনের সাধারণ সম্পাদক এডভোকেট শাহ সাহেদা।

বক্তারা বলেন, বাক স্বাধীনতা, নাগরিক নিরাপত্তা ও মৌলিক অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। তাঁরা সংসদ সদস্যদের জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ, বিভাগভিত্তিক প্রাদেশিক সরকার গঠন এবং ফ্যাসিবাদ রুখে জনগণের মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার দাবি জানান।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা সুজনের সাধারণ সম্পাদক একেএম শিবলী, হবিগঞ্জ জেলা সুজনের সাধারণ সম্পাদক চৌধুরী মিসবাহুল বারী লিটন, সুনামগঞ্জ জেলা সুজনের সাধারণ সম্পাদক ফজলুল করিম সাঈদ, মৌলভীবাজার জেলা সুজনের সদস্য সচিব জহর লাল দত্ত এবং দি হাঙ্গার প্রজেক্ট সিলেট আঞ্চলিক সমন্বয়কারী নাজমুল হুদা মিনা।

সুজন কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ কুমার সরকার বলেন, “রাজনীতি হলো জনসেবা। কিন্তু বর্তমানে তা ব্যাহত হচ্ছে। রাজনীতিকে সুস্থ ধারায় ফিরিয়ে আনতে হবে এবং আগামী নির্বাচনের মাধ্যমে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে।”

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবীর, সাবেক সভাপতি ইকবাল সিদ্দিকী, এড. সৈয়দ কাওসার আহমদ, এড. সত্যজিৎ কুমার দাস, শাবিপ্রবি’র অধ্যাপক আবুল কাশেম উজ্জ্বল, তাহমিন আক্তার, প্রফেসর মোশাররফ হোসেন, বাসস প্রতিনিধি মো. আমিনুল হক, সাংবাদিক ইয়াইয়া মারুফ, শাকিলা ববি, সামিনা চৌধুরী মনি, আতাউর রহমান সামছু, হুমায়ূন রহমান বাপ্পি, মোতালেব তালুকদার দুলাল, সজিদুর রহমান, শাহজাহান প্রমুখ।

বক্তারা বলেন, একটি গণতান্ত্রিক, অংশগ্রহণমূলক এবং সুশাসনভিত্তিক রাষ্ট্র গঠনে সবার সম্মিলিত ভূমিকা জরুরি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2025 surmapostnewsbd.com
Design & Developed BY Ohhre Technologies Limited.