সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ০৩:২৮ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের প্রখ্যাত সমাজসেবক, সাহিত্য-সংস্কৃতি অনুরাগী ও সাবেক ছাত্রনেতা চৌধুরী মনসুর আহমদ স্মরণে এক শোকসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ জুলাই) রাত ৮টায় শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে আয়োজিত এই শোকসভায় সুনামগঞ্জের বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস মিয়ার সভাপতিত্বে ও লাইব্রেরির সাধারণ সম্পাদক এডভোকেট খলিলুর রহমানের সঞ্চালনায় আয়োজিত শোকসভায় স্মৃতিচারণ করেন সিনিয়র আইনজীবী এডভোকেট হুমায়ুন মঞ্জুর চৌধুরী, সুজন জেলা সভাপতি এডভোকেট হোসেন তওফিক চৌধুরী, প্রাক্তন অধ্যক্ষ সৈয়দ মহিবুল ইসলাম, শিক্ষাবিদ পরিমল কান্তি দে, সনাকের সাবেক সভাপতি নুরুর রব চৌধুরী, নাজির আহমেদ চৌধুরী প্রমুখ।
বক্তারা বলেন, চৌধুরী মনসুর আহমদ ছিলেন ষাট দশকের একজন শক্তিমান কৃতিপুরুষ। তিনি শুধু একজন রাজনীতিক বা সমাজসেবকই ছিলেন না, বরং সাহিত্য, সংস্কৃতি, ক্রীড়া এবং ছাত্র রাজনীতিতেও রেখে গেছেন অমলিন অবদান। তিনি ছিলেন একজন নিবেদিতপ্রাণ পাঠাগার কর্মী। শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরির উন্নয়নে তার অবদান অনস্বীকার্য।
১৯৪০ সালে সুনামগঞ্জ জেলার ছাতক থানার ঐতিহ্যবাহী ছৈলা গ্রামে জন্মগ্রহণ করেন চৌধুরী মনসুর আহমদ। তার পিতা ছিলেন প্রখ্যাত রাজনৈতিক ব্যক্তিত্ব মফিজ চৌধুরী। ছাত্রজীবনে তিনি ছিলেন ছাত্র ইউনিয়নের একজন কেন্দ্রীয় নেতা। বাচিক শিল্পে দক্ষতা ও সাংগঠনিক ক্ষমতার জন্য তিনি তৎকালীন ছাত্রসমাজে ছিলেন জনপ্রিয় মুখ।
বক্তারা আরও বলেন, সুনামগঞ্জে সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়াঙ্গনের অগ্রসেনানী ছিলেন মনসুর আহমদ। তিনি ছিলেন আজীবন ক্রীড়া প্রেমী, লেখক, বক্তা ও সংগঠক। সমাজসেবায় তাঁর নিষ্ঠা ও মানবিকতা আজও অনুপ্রেরণা হয়ে আছে নতুন প্রজন্মের কাছে। সুনামগঞ্জের ইতিহাসে তাঁর নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে।