সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ০৩:৫০ পূর্বাহ্ন

তাড়ল উচ্চ বিদ্যালয়ে এসএসসি তে শতভাগ উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মানে সংবর্ধনা

দিরাই প্রতিনিধি::
সুনামগঞ্জের দিরাই উপজেলার তাড়ল উচ্চ বিদ্যালয়ের ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় শতভাগ উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। আজ শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলার জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “এই সাফল্য শুধু ব্যক্তিগত নয়, এটা একটি শিক্ষা প্রতিষ্ঠানের সম্মিলিত অর্জন। আগামী দিনে দেশ গঠনে তোমাদের নিষ্ঠা, সততা ও জ্ঞান ব্যবহার করতে হবে।”

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ছাইনুল ইসলাম হক-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন: অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), তাপস শীল, দিরাই উপজেলা নির্বাহী অফিসার সনজীব সরকার, জেলা মাধ্যমকি শিক্ষা অফিসার মোঃ জাহাঙ্গীর আলম বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ

অনুষ্ঠানে সফল শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা, ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়। শিক্ষার্থীরা তাদের অনুভূতি প্রকাশ করতে গিয়ে জানান, বিদ্যালয়ের শিক্ষকদের আন্তরিকতা ও ধারাবাহিক প্রস্তুতির ফলেই এই সাফল্য এসেছে।

বক্তারা বিদ্যালয়ের সার্বিক অগ্রগতির প্রশংসা করে বলেন, শতভাগ পাসের হার একটি মাইলফলক, যা শিক্ষা ক্ষেত্রে তাড়ল উচ্চ বিদ্যালয়ের ভূমিকা এবং মানসিক দৃঢ়তাকে প্রমাণ করে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2025 surmapostnewsbd.com
Design & Developed BY Ohhre Technologies Limited.