বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ০৪:৩৩ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জ জেলা হোটেল রেস্টুরেন্ট মিষ্টি বেকারি শ্রমিক সংঘের বিশেষ সাধারণ সভা শুক্রবার বিকাল ৫টায় বীর মুক্তিযোদ্ধা শহীদ জগৎজ্যোতি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন শ্রমিকনেতা লিলু মিয়া এবং সঞ্চালনায় ছিলেন টিটু দাস।সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সভাপতি সাদেক মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি রত্নাংকুর দাস জহর, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সুনামগঞ্জ জেলা কমিটির সহ-সভাপতি আমির উদ্দিন, সাধারণ সম্পাদক সাইফুল আলম ছদরুল, হোটেল শ্রমিক সংঘের বদিউজ্জামান বদরুল, মো. পপলু, নারী নেত্রী মোসম্মৎ বেগম, স মিল শ্রমিক ফেডারেশনের সহ-সভাপতি আইয়ুবুর রহমান, সদর উপজেলা স মিল শ্রমিক সংঘের সাধারণ সম্পাদক মনির মিয়া এবং রিক্সা ভ্যান শ্রমিক সংঘের সভাপতি মো. আব্দুর রউফ প্রমুখ।
বক্তারা তাদের বক্তব্যে শ্রমিকদের জন্য সর্বনিম্ন মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, গণতান্ত্রিক শ্রম আইন প্রণয়ন, নিয়োগপত্র ও পরিচয়পত্র প্রদানসহ সাত দফা দাবিতে দেশব্যাপী আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।
এছাড়া সভায় বক্তারা সিলেটের কাজির বাজার এলাকার একটি হোটেলে কর্মরত শ্রমিক রুমনকে চা দিতে দেরি হওয়ায় নির্মমভাবে হত্যা করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। নেতৃবৃন্দ অবিলম্বে হত্যাকাণ্ডের বিচার এবং হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে নিহত রুমনের পরিবারকে একটি জীবনের সমপরিমাণ ক্ষতিপূরণ প্রদানের দাবিও জানান তারা।