বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ০৬:১৫ পূর্বাহ্ন
দিরাই প্রতিনিধি:
জুলাই-আগস্ট ঐতিহাসিক গণঅভ্যুত্থানে শাহাদাতবরণকারী সকল শহীদদের রুহের মাগফিরাত এবং আহতদের আশু সুস্থতা কামনায় কেন্দ্রীয় ছাত্রদল ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে দিরাই উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের যৌথ উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ জুলাই) বাদ যোহর দিরাই থানা জামে মসজিদে এই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে দোয়া পরিচালনা করেন মসজিদের খতিব মাওলানা হাসান আলী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিরাই উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নুর আহমদ তালুকদার, দিরাই কলেজ ছাত্রদলের সদস্য শাহ মিনহাজ নুর, ছাত্রনেতা মো. আশরাফ উদ্দিন, মো. দিদার রহমান, ছাত্রদলের সহ-সভাপতি শাহীন আফ্রিদি, শাহীনুর রহমান, শাহীন শেখ, সুইটন তালুকদার, আজমান, জসিম উদ্দিন মড়লসহ দিরাই উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দ।
আয়োজকরা বলেন, শহীদদের আত্মত্যাগ কখনো বৃথা যাবে না। তাদের স্মরণে নিয়মিত কর্মসূচি অব্যাহত থাকবে।