সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ০৩:১৬ পূর্বাহ্ন
:সিলেট জেলা ও মহানগর ছাত্র জমিয়তের পরিচিতি ও মতবিনিময় সভা সম্পন্ন
সিলেট প্রতিনিধি:
ছাত্র জমিয়ত বাংলাদেশের সিলেট জেলা ও মহানগর শাখার যৌথ উদ্যোগে আয়োজিত পরিচিতি ও মতবিনিময় সভা আজ শুক্রবার নগরীর একটি অভিজাত হোটেলে সম্পন্ন হয়েছে।
সিলেট জেলা ছাত্র জমিয়তের আহবায়ক আশিকুর রহমানের সভাপতিত্বে এবং জেলা ও মহানগর শাখার সদস্যসচিব ইউসুফ জাহাঙ্গীর ও আবুল হাসনাত শিহাবের যৌথ পরিচালনায় সভাটি অনুষ্ঠিত হয়।
প্রারম্ভে স্বাগত বক্তব্য রাখেন সিলেট মহানগর ছাত্র জমিয়তের আহবায়ক রেজাউর রহীম উসামা।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় সহ-সভাপতি ও সিলেট মহানগরের আহবায়ক হাফিজ মাওলানা খলিলুর রহমান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ছাত্র জমিয়তের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ফেরদৌস রুম্মান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা নূরুল হক্ব বিশ্বনাথী এবং মহানগর সদস্যসচিব মাওলানা আবু বকর সিদ্দীক সরকার।
অনুষ্ঠানে ছাত্র জমিয়তের আদর্শে অনুপ্রাণিত হয়ে ১০ জন নতুন কর্মী ফেরদৌস রুম্মানের হাতে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন।
সভায় আরও উপস্থিত ছিলেন জেলা ছাত্র জমিয়তের যুগ্ম আহ্বায়ক মাওলানা মারুফ আহমদ, মাওলানা তাওকীর আহমদ, এমরান আহমদ এবং নগর ছাত্র জমিয়তের যুগ্ম আহ্বায়ক সৈয়দ ফাহিম আলী, কামরান হুসাইন, রেদুয়ান আহমদ নাঈম, আজহার মাহমুদ, কাজি রাইয়ান, সৈয়দ সাদিক আলি, তারেক হোসাইন, আবু সুফিয়ান, আবু জাফর, কামরান আহমদ, আবুল হাসান, ইউসুফ আহমদ, মাহদী হাসান, রেজওয়ান আহমদ, আবু তাহের, মারুফ আহমদ, মাসরুর আহমদ নাবিল, আব্দুল ওয়াহীদ, ফাহি হোসেন, তামীম আহমদ, সাব্বির আহমদ প্রমুখ।