সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ০৩:০১ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ জাতীয়তাবাদী হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ জুলাই) দুপুরে সুনামগঞ্জ শহরের শ্রী শ্রী জগন্নাথ জিউর মন্দির প্রাঙ্গণে আয়োজিত এ সভায় জেলার ১২টি উপজেলার নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সাবেক সদস্য সুশান্ত বণিক এবং সঞ্চালনায় ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা অ্যাডভোকেট দীপংকর বণিক সুজিত।
প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও কল্যাণ ফ্রন্টের প্রতিষ্ঠাতা আহ্বায়ক অশোক তালুকদার বলেন, “হাওরাঞ্চলে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সম্প্রদায়ের অধিকার আদায়ে সংগঠনের কার্যক্রম জোরদার করা হচ্ছে। জাতীয়তাবাদী চেতনায় ঐক্যবদ্ধ হয়ে সকলকে জিয়ার আদর্শে অনুপ্রাণিত হওয়ার আহ্বান জানাচ্ছি।”
তিনি আরও বলেন, “বর্তমান অন্তবর্তী সরকারের অধীনে দ্রুত সময়ের মধ্যে একটি অবাধ ও নিরপেক্ষ জাতীয় নির্বাচন আয়োজনের জোর দাবি জানাচ্ছি।”
মতবিনিময় সভায় বিএনপি ও সহযোগী সংগঠনের জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন। উপস্থিত ছিলেন সংগঠনের নারী নেত্রী পার্বতী রানী আচার্য্য, ডা. বাপ্পু রায়, রামকৃষ্ণ তালুকদার সবুজ, রাজন তালুকদার, ব্রজেশ রঞ্জন চৌধুরী, সাগর সরকারসহ অনেকে।