বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ০৬:১৪ পূর্বাহ্ন
অমৃত জ্যোতি, মধ্যনগর প্রতিনিধি::
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার শতবর্ষী ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মধ্যনগর বিপি উচ্চ বিদ্যালয় ও কলেজ-এর এবারের এসএসসি পরীক্ষায় কেবল একজন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়ে প্রতিষ্ঠানের মান রক্ষা করেছে।
২০২৫ সালের এসএসসি পরীক্ষায় এ প্রতিষ্ঠান থেকে মোট ২৮৪ জন শিক্ষার্থী অংশ নেন। এর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ১৮৯ জন, অকৃতকার্য হয়েছেন ৯৫ জন। কিন্তু পুরো ফলাফলের মাঝে একমাত্র “ইতি রানী সরকার” জিপিএ-৫ পেয়ে সকলকে তাক লাগিয়ে দিয়েছেন।
ইতি রানী সরকার মধ্যনগর সদর ইউনিয়নের গলইখালী গ্রামের বাসিন্দা। তার বাবা দ্বীপক সরকার একজন পেশাদার ডেকোরেটর এবং মা নিশা রানী একজন গৃহিণী। পরিবারের সর্বকনিষ্ঠ সন্তান ইতি তার মেধা, অধ্যবসায় এবং অধ্যয়ন একাগ্রতায় শতবর্ষী বিদ্যাপীঠের সম্মান অক্ষুন্ন রেখেছেন।
সহকারী অধ্যক্ষ রিপন কুমার তালুকদার বলেন, “ইতি প্রমাণ করেছে চেষ্টা থাকলে কিছুই অসম্ভব নয়। একটি মাত্র শিক্ষার্থী হিসেবে সে আমাদের গর্ব। আমরা তাকে আনুষ্ঠানিকভাবে প্রাতিষ্ঠানিক সম্মাননা প্রদান করবো।”
মধ্যনগর দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্রের শাখা ব্যবস্থাপক মো. খাইরুল বাসার জানান, “প্রতি বছর আমাদের প্রতিষ্ঠান থেকে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হয়। এবছর আমরা ইতির নাম সর্বপ্রথম তালিকাভুক্ত করেছি। তাকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে।”
কবি অসীম সরকার বলেন, “ইতি আমাদের গ্রামের গর্ব, মধ্যনগরের সম্মান। ‘অজিত স্মৃতি পাঠাগার’-এর পক্ষ থেকে ইতিকে সম্মাননা স্মারক প্রদান করা হবে।”
এ বিষয়ে মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল রায় বলেন, “উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ইতির জন্য কিছু করা যায় কি না, সেটি গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে।”
ইতির এই সাফল্য শুধু তার পরিবারের নয়, পুরো মধ্যনগরের জন্য এক গর্বের অধ্যায় হয়ে উঠেছে। তার এ অনন্য অর্জন স্থানীয়ভাবে অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।