সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ০৪:০৮ পূর্বাহ্ন

সুনামগঞ্জে বিএনপির ১৮ ইউনিটের পাল্টা কমিটি ঘোষণা

স্টাফ রিপোর্টার:

সুনামগঞ্জে বিএনপির সদর উপজেলা ও পৌরসভার ১৮টি ইউনিট কমিটি বাতিল ঘোষণা করে পাল্টা কমিটি গঠন করেছে একাংশের নেতাকর্মীরা। রোববার (২০ জুলাই) দুপুরে সুনামগঞ্জ শহরের কাজিরয়েন্ট এলাকার লতিফা কমিউনিটি সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এসব কমিটি ঘোষণা করা হয়।সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন সদর উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মো. মইনুল হক এবং সঞ্চালনায় ছিলেন সরকারী কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক মো. আব্দুল করিম। বক্তারা অভিযোগ করেন, জেলা বিএনপির বর্তমান আহ্বায়ক কমিটি সুনামগঞ্জে বিতর্কিত, অগঠনতান্ত্রিক ও একক সিদ্ধান্তে পরিচালিত হচ্ছে। বিশেষ করে সদরের ১৮টি ইউনিট কমিটিতে ‘স্বৈরাচারের দোসর, আওয়ামী লীগ ও জাতীয় পার্টির কর্মী, চাঁদাবাজ ও চিহ্নিত দুর্নীতিবাজদের’ প্রাধান্য দেওয়া হয়েছে বলে তারা অভিযোগ করেন।

তারা বলেন, “গত ১৭ বছর ধরে নির্যাতিত ও ত্যাগী নেতাকর্মীরা দলীয় স্বীকৃতি থেকে বঞ্চিত। আজ আমরা তৃণমূলের পরীক্ষিত ও আদর্শিক নেতাকর্মীদের নিয়ে নতুন করে কমিটি গঠন করেছি। আশা করি কেন্দ্রীয় নেতারা এসব কমিটিকে অনুমোদন দেবেন।”

ঘোষিত কমিটিগুলোর মধ্যে রয়েছে:

সুনামগঞ্জ পৌরসভার ৯টি ওয়ার্ডে আহ্বায়ক কমিটি: ১নং ওয়ার্ড: আহ্বায়ক মামুন চৌধুরী, যুগ্ম আহ্বায়ক জালাল উদ্দিন, ২নং ওয়ার্ড: আহ্বায়ক রাশিদ আলী, যুগ্ম আহ্বায়ক কাজী জসিম কামাল

৩নং ওয়ার্ড: আহ্বায়ক মহির উদ্দিন, যুগ্ম আহ্বায়ক জাকির খান, ৪নং ওয়ার্ড: আহ্বায়ক জাকির খান আঙ্গুর, যুগ্ম আহ্বায়ক হোসাইন মাহমুদ শাহীন, ৫নং ওয়ার্ড: আহ্বায়ক আবুল হোসেন আজাদ, যুগ্ম আহ্বায়ক মোর্শেদ আলম শ্যামল, ৬নং ওয়ার্ড: আহ্বায়ক মো. সোনা মিয়া, যুগ্ম আহ্বায়ক সুয়েব আহমদ চৌধুরী, ৭নং ওয়ার্ড: আহ্বায়ক রুপন মিয়া, যুগ্ম আহ্বায়ক সোয়েব আহমদ, ৮নং ওয়ার্ড: আহ্বায়ক বাদশা নুর মিয়া, যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন, ৯নং ওয়ার্ড: আহ্বায়ক মো. রমিজ মিয়া, যুগ্ম আহ্বায়ক মো. ফারুক মিয়া।

সদর উপজেলার ৯টি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটি:

কুরবাননগর: আহ্বায়ক তৈয়ব আলী, যুগ্ম আহ্বায়ক শহীদুল ইসলাম, মোহনপুর: আহ্বায়ক নিজাম উদ্দিন, যুগ্ম আহ্বায়ক আব্দুল কাইয়্যুম, লক্ষণশ্রী: আহ্বায়ক হাফিজুর রহমান, যুগ্ম আহ্বায়ক জিয়া উদ্দিন, জাহাঙ্গীরনগর: আহ্বায়ক আদম আলী, যুগ্ম আহ্বায়ক আমজাদ হোসেন, কাঠইর: আহ্বায়ক ওদুদ মিয়া, যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান, সুরমা: আহ্বায়ক হোসেন আলী, যুগ্ম আহ্বায়ক ফিরোজ মিয়া, গৌরারং: আহ্বায়ক সামসুল হক, যুগ্ম আহ্বায়ক সৈয়দ গোলাম কিবরিয়া, রঙ্গারচর: আহ্বায়ক তাজুদ আলী, যুগ্ম আহ্বায়ক আব্দুল হক, মোল্লাপাড়া: আহ্বায়ক ছমরু মিয়া, যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এসব কমিটির কপি অনুমোদনের জন্য কেন্দ্রীয় নির্বাহী কমিটি এবং সিলেট বিভাগীয় কমিটির নিকট প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির স্বাক্ষর-ক্ষমতাসম্পন্ন সদস্য অ্যাডভোকেট আব্দুল হক বলেন, “সদর উপজেলা ও পৌরসভার কমিটিগুলো জেলা ও বিভাগীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে অনুমোদিত হয়েছে। কারও আপত্তি থাকলে তারা জেলা কমিটির কাছে আনুষ্ঠানিক অভিযোগ দিতে পারেন। তবে সংগঠনের নিয়মের বাইরে পাল্টা কমিটি গঠন দলীয় শৃঙ্খলা পরিপন্থী।”

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2025 surmapostnewsbd.com
Design & Developed BY Ohhre Technologies Limited.