সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ০৩:৫৯ পূর্বাহ্ন

বহুমুখী প্রতিভায় উজ্জ্বল দিরাইয়ের ফাহমিদা সর্দার নাজু

দিরাই প্রতিনিধি::

সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার মেধাবী শিক্ষার্থী মোছাঃ ফাহমিদা সর্দার নাজু ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে চমকপ্রদ সাফল্য অর্জন করেছে। ১১৯৪ নম্বর পেয়ে সে দিরাই উপজেলায় দ্বিতীয় স্থান অধিকার করে।

ছোটবেলা থেকেই ফাহমিদা লেখাপড়ায় মনোযোগী ও পরিশ্রমী। পঞ্চম শ্রেণিতে জিপিএ-৫ পেয়ে ট্যালেন্টপুল বৃত্তি অর্জনের মাধ্যমে তার মেধার স্বাক্ষর রাখে। একাডেমিক পড়ালেখার পাশাপাশি বিভিন্ন বৃত্তি পরীক্ষায়ও সে প্রথম স্থান অর্জন করেছে।

শুধু পাঠ্যপুস্তকেই নয়—চিত্রাঙ্কন, কবিতা, রচনা, বক্তৃতা, বিতর্ক ও ধারাবাহিক গল্প বলায়ও রয়েছে ফাহমিদার কৃতিত্ব।
২০২২ সালে জাতীয় শিক্ষা সপ্তাহে দিরাই উপজেলায় বাংলা রচনায় শ্রেষ্ঠ এবং ২০২৩ সালে ইংরেজি রচনায় শ্রেষ্ঠ হওয়ার গৌরব অর্জন করে।

এছাড়া টানা দুই বছর দিরাই উপজেলার শ্রেষ্ঠ গার্ল গাইডস শিক্ষার্থী এবং ২০২৪ সালে সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ গার্ল গাইডস শিক্ষার্থী হওয়ার গৌরব অর্জন করে সে।
২০২৪ সালে অনুষ্ঠিত ‘মেধা অন্বেষণ প্রতিযোগিতা’-তে “ভাষা ও সাহিত্য” বিভাগে দিরাই উপজেলার শ্রেষ্ঠ নির্বাচিত হয় এবং ২০২৫ সালের ‘তারুণ্যের উৎসব’-এ শ্রেষ্ঠ বিতার্কিকের স্বীকৃতি লাভ করে।

শিক্ষাজীবনের শুরু থেকেই নিয়মিত ভালো ফলাফল ও সহশিক্ষা কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ করে আসছে ফাহমিদা।

তার বাবা গোলাম মোস্তফা সর্দার রুমি দিরাই সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং দুইবারের দিরাই উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক। তিনি সুনামগঞ্জ জেলা শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তার মা মৌলুদা খাতুন একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা।

ফাহমিদা জানায়, “আমার জীবনের মূল অনুপ্রেরণা আমার পিতা-মাতা। তাদের দিকনির্দেশনা আর ভালোবাসায় আজকের আমি।”

বর্তমানে সে উচ্চ মাধ্যমিকে ভর্তি হওয়ার প্রস্তুতি নিচ্ছে এবং ভবিষ্যতে একজন চিকিৎসক হয়ে দেশের মানুষের পাশে দাঁড়াতে চায়।

তার এই বহুমাত্রিক কৃতিত্বে পরিবার, শিক্ষক ও এলাকাবাসীর মধ্যে গর্ব ও আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2025 surmapostnewsbd.com
Design & Developed BY Ohhre Technologies Limited.