বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ০৪:২৬ পূর্বাহ্ন
সাইফ উল্লাহ, স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সেলবরষ ইউনিয়ন বিএনপির নবগঠিত কমিটির আহ্বায়ক মোহাম্মদ আলীকে জড়িয়ে মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রকাশের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৩ জুলাই) সকাল সাড়ে ১১টায় ধর্মপাশা উপজেলার বাদশাগঞ্জ বাজারে এ কর্মসূচির আয়োজন করে সেলবরষ ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
মানববন্ধন ও প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন সেলবরষ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোখলেছুর রহমান এবং সঞ্চালনায় ছিলেন ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মো. নিজাম উদ্দিন।
এতে বক্তব্য রাখেন নবগঠিত কমিটির আহ্বায়ক মোহাম্মদ আলী, ধর্মপাশা উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম চৌধুরী মিলন, সেলবরষ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, বিএনপি নেতা সেলিম মিয়া, রহিম বাদশা, মো. হাসেন মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য রনি তালুকদার, ইউনিয়ন যুবদলের সভাপতি আহম্মদ আলী, সাংগঠনিক সম্পাদক মো. আল আমিন, সাবেক সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, বাদশাগঞ্জ কলেজ ছাত্রদলের আহ্বায়ক নাজমুল ইসলাম তপু প্রমুখ।
বক্তারা অভিযোগ করেন, মোহাম্মদ আলীকে জড়িয়ে স্থানীয় একটি জাতীয় দৈনিকে ৭টি মামলার তথ্য দিয়ে মিথ্যা সংবাদ প্রকাশ করা হয়েছে। যা সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত ও ভিত্তিহীন। তারা বলেন, “এই সংবাদ প্রকাশ করে বিএনপি নেতাকে হেয় প্রতিপন্ন করা হয়েছে।”
প্রতিবাদ সভায় বক্তারা আরও দাবি করেন, প্রথম আলোর ধর্মপাশা প্রতিনিধি সালেহ আহমদ আওয়ামী লীগপন্থী এবং স্থানীয় আওয়ামী লীগের অঘোষিত উপদেষ্টা হিসেবে পরিচিত। তারা অভিযোগ করেন, সাংবাদিক পরিচয়ের আড়ালে সালেহ আহমদ বিভিন্ন সরকারি অফিসে দালালি করেন এবং ক্ষমতাসীন দলের প্রভাব খাটিয়ে ব্যক্তিগতভাবে খামারবাড়ী, ময়মনসিংহে বাড়ি ও কোটি টাকার মালিক হয়েছেন।
প্রতিবাদকারীরা সালেহ আহমদের বিরুদ্ধে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের দাবি জানান এবং সাংবাদিকতার নীতিমালার প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানান।
এ কর্মসূচিতে বিএনপি ও অঙ্গসংগঠনের প্রায় ৫ শতাধিক নেতাকর্মী অংশ নেন।