সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ০৩:৩৩ পূর্বাহ্ন

শাল্লায় পুলিশের পৃথক অভিযানে ১৫ লাখ টাকার গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

শাল্লা প্রতিনিধি::

সুনামগঞ্জের শাল্লা উপজেলায় পুলিশের পৃথক দুটি অভিযানে ৪৬ কেজি গাঁজাসহ মাদক সম্রাজ্ঞী উজ্জলা বেগমসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে শাল্লা থানা পুলিশ। উদ্ধারকৃত গাঁজার বাজারমূল্য প্রায় ১৫ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার (২২ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় গোপন সংবাদের ভিত্তিতে শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলামের নেতৃত্বে এসআই তারেক নাজির ও এএসআই আক্তারুজ্জামান অভিযান পরিচালনা করেন।
এ সময় উজানগাঁও গ্রামের আব্দুল মন্নাছের ছেলে জহিরুল ইসলাম (৩৬)-কে ৪৫ কেজি গাঁজাসহ আটক করা হয়।

এরপর রাত সাড়ে ৩টায় আরও একটি পৃথক অভিযানে দৌলতপুর গ্রামের কুখ্যাত মাদক সম্রাজ্ঞী উজ্জলা বেগম (৩৭) ও রুহিত মিয়া (৩০)-কে ১ কেজি গাঁজাসহ গ্রেফতার করে পুলিশ।

শাল্লা থানার ওসি মো. শফিকুল ইসলাম বলেন, “গাঁজার একটি বড় চালান শাল্লায় প্রবেশ করতে পারে—এমন তথ্যের ভিত্তিতে আমরা আগে থেকেই প্রস্তুত ছিলাম। অভিযান পরিচালনা করে আমরা মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করেছি।” তিনি আরও জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে দুটি পৃথক মামলা দায়ের করা হয়েছে এবং তাদের সুনামগঞ্জ জেলা কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।

স্থানীয়দের মতে, এসব মাদক ব্যবসায়ী দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা ব্যবহার করে গাঁজার চালান এনে ছড়িয়ে দিচ্ছিল। পুলিশের এই সফল অভিযানে এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2025 surmapostnewsbd.com
Design & Developed BY Ohhre Technologies Limited.