বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ০৫:৫৮ পূর্বাহ্ন
দোয়ারাবাজার প্রতিনিধি:
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলা বাজার বরইউরি দারুসসুন্নাত আলিম মাদ্রাসা ও বড়খাল স্কুল ও কলেজে ব্র্যাক ইউপিজি কর্মসূচির উদ্যোগে ও প্রথম আলো বন্ধু সভার সহযোগিতায় ‘সবুজে গড়ি ভবিষ্যৎ’ শ্লোগানকে সামনে রেখে এক ব্যতিক্রমধর্মী গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার অনুষ্ঠিত এই কর্মসূচিতে থাই পেয়ারা, আম্রপালী এবং লেবু গাছের এক হাজার চারা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা প্রথম আলো বন্ধু সভার উপদেষ্টা মো: রাজু আহমেদ, সাধারণ সম্পাদক মো: খলিলুর রহমান, ব্র্যাক ইউপিজি কর্মসূচির আঞ্চলিক ব্যবস্থাপক খায়রুল ইসলাম, কৃষি ও সামাজিক বনায়নের হবিগঞ্জ জোনের ডেপুটি ম্যানেজার মোস্তাফিজুর রহমান, ব্র্যাক মাইক্রোফাইন্যান্স দাবি কর্মসূচির এলাকা ব্যবস্থাপক মনজুরুল ইসলাম, প্রগতির এলাকা ব্যবস্থাপক মোফাজ্জল হোসেন, শাখা ব্যবস্থাপক সুধেন্দ্র কুমার সরকার, ইউপিজি শাখা ব্যবস্থাপক আলমগীর হোসাইন ও শাখা হিসাব কর্মকর্তা মো: বায়োজিদ মিয়া।
এ উদ্যোগের মাধ্যমে পরিবেশ রক্ষা ও বনায়ন কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত হওয়ায় বিশেষ গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি, উপকারভোগী সদস্যদের উৎপাদিত চারার বাজার সম্প্রসারণের পথও সুগম হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।