সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ০৪:২০ পূর্বাহ্ন

দিরাইয়ে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

দিরাই প্রতিনিধি:
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় নেতা নাছির উদ্দিন চৌধুরীর সুস্থতা এবং ঢাকা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল ১১টায় দিরাই থানা রোডস্থ উপজেলা বিএনপির কার্যালয়ে এ মাহফিলের আয়োজন করেন পর্তুগাল প্রবাসী ও দিরাই উপজেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন।

দোয়া মাহফিলে সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য ও দিরাই উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক (স্বাক্ষর ক্ষমতাপ্রাপ্ত) মঈন উদ্দিন চৌধুরী মাসুক, সাবেক কৃষি বিষয়ক সম্পাদক মানিক মিয়া তালুকদার, সমাজসেবা সম্পাদক মাসুক মিয়া, সাব্বির মিয়া, আমিরুল ইসলাম, ফারুক সরদার, কয়ছর ইসলাম, আব্দুল হাফিজ, আকতার চৌধুরী, শামসুল ইসলাম চৌধুরী শাহীন, সোহেল মিয়া, শামসুল আলম সুভাষসহ বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এছাড়াও উপজেলা কৃষক দলের আহ্বায়ক সালাহ উদ্দিন তালুকদার, সদস্য সচিব শহীদুল ইসলাম বাবুল, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সজীব রশীদ চৌধুরী, সদস্য সচিব রাকিব মিয়া, যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দসহ ৯টি ইউনিয়ন ও পৌরসভার অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।

দোয়া পরিচালনা করেন দিরাই পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মা. রজব আলী।
দোয়া মাহফিলে দেশনেত্রীর আশু রোগমুক্তি ও জাতির কল্যাণ কামনা করা হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2025 surmapostnewsbd.com
Design & Developed BY Ohhre Technologies Limited.