সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ০৪:২২ পূর্বাহ্ন

মোহনগঞ্জ পৌর ও উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

সাইফ উল্লাহ, স্টাফ রিপোর্টার::
নেত্রকোণা জেলার মোহনগঞ্জ পৌর এবং মোহনগঞ্জ উপজেলা শাখার বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) সকালে মোহনগঞ্জ অডিটরিয়াম হলরুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন মোহনগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক সেলিম কর্ণায়েন এবং সঞ্চালনায় ছিলেন মোহনগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক ফজলুল হক মাসুম। সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন নেত্রকোণা জেলা বিএনপির আহ্বায়ক ডা. মো: আনোয়ারুল হক।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির (ময়মনসিংহ বিভাগ) সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম। বিশেষ অতিথি ছিলেন সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ ওয়ারেছ আলী মামুন, আবু ওয়াহাব আকন্দ, জেলা বিএনপির সদস্য সচিব ডা. রফিকুল ইসলাম হেলালী, কেন্দ্রীয় কমিটির সদস্য চৌধুরী আব্দিল্লাহ আল ফারুক, জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মো. মাহফুজুল হক, তাজেজুল ইসলাম ফারুক সুজাত, এসএম মনিরুজ্জামান দুদু, মজিবুর রহমান খান, বাজলুর রহমান পাঠান এবং সাবেক এমপি আসরাফ উদ্দিন খান।

এছাড়াও উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-১ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য কামরুজ্জামান কামরুলসহ আরও অনেক নেতাকর্মী।

প্রধান অতিথির বক্তব্যে শরীফুল আলম বলেন, “খালেদা জিয়া বিনা চিকিৎসায় অসুস্থ হয়ে আছেন, বিএনপির হাজার হাজার নেতাকর্মী নির্যাতনের শিকার হয়েছেন, কারাবন্দী হয়েছেন, অনেকে আন্দোলনে শহীদ হয়েছেন। এখন সময় এসেছে জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনার। দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন গড়ে তুলতে হবে।”

সম্মেলনে দলের সাংগঠনিক কার্যক্রম, ভবিষ্যৎ আন্দোলনের পরিকল্পনা এবং দলকে আরও সুসংগঠিত করার বিষয় নিয়ে আলোচনা হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2025 surmapostnewsbd.com
Design & Developed BY Ohhre Technologies Limited.