সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ০৩:৫৮ পূর্বাহ্ন

সুষম উন্নয়নের স্বার্থে সঠিক জরিপ ও তথ্য প্রদানের বিকল্প নেই: পরিসংখ্যান সচিব আলেয়া আক্তার

স্টাফ রিপোর্টার::

পোভার্টি ম্যাপিংয়ের মাধ্যমে দরিদ্র অঞ্চলগুলো সুনির্দিষ্টভাবে চিহ্নিত করে অঞ্চলভিত্তিক সুষম উন্নয়নের পথ সুগম করার আহ্বান জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব আলেয়া আক্তার। তিনি বলেন, “দেশের স্বার্থে আমাদের সবারই উচিত সঠিক তথ্য প্রদান করা। জনগণের মধ্যে ভুল তথ্য দেওয়ার প্রবণতা ও তথ্য গোপনের মনোভাব থাকলে জরিপের মূল উদ্দেশ্য ব্যাহত হয়।”

আজ বৃহস্পতিবার সিলেটে আয়োজিত “Dissemination Program on Poverty Map of Bangladesh 2022” শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এবং জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) যৌথ উদ্যোগে সিলেট বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিবিএস-এর মহাপরিচালক মোহাম্মদ মিজানুর রহমান, পরিসংখ্যান বিভাগের অতিরিক্ত সচিব এস এম শাকিল আখতার এবং সিলেট রেঞ্জের ডিআইজি মো. মুশফেকুর রহমান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সিলেট বিভাগীয় পরিসংখ্যান কার্যালয়ের ভারপ্রাপ্ত যুগ্মপরিচালক মো. ফিরোজ ইবনে ইউসুফ।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিবিএস-এর পোভার্টি অ্যান্ড লাইভলিহুড স্ট্যাটিস্টিকস সেলের ফোকাল পয়েন্ট কর্মকর্তা মহিউদ্দিন আহমেদ। তিনি পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে ২০২২ সালের জরিপ অনুযায়ী সিলেট বিভাগের জেলা ও উপজেলা পর্যায়ের দারিদ্র্য হার তুলে ধরেন।

পরে উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণকারীরা দারিদ্র্য নিরসনে সঠিক জরিপ, তথ্যভিত্তিক পরিকল্পনা এবং বৈষম্যহীন উন্নয়ন নিয়ে মতামত তুলে ধরেন। তারা বলেন, জাতি, ধর্ম, বর্ণ বা পেশা নির্বিশেষে সবার জন্য সুযোগ নিশ্চিত করতে হবে এবং বৈজ্ঞানিক জরিপের মাধ্যমে রাষ্ট্রীয় সম্পদ ব্যবস্থাপনার পথ সুগম করতে হবে।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, উন্নয়নের জন্য নির্ভরযোগ্য তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ জরুরি। দেশের সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে হলে দারিদ্র্যসীমার নিচে থাকা জনগণের প্রকৃত অবস্থা জানার কোনো বিকল্প নেই।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2025 surmapostnewsbd.com
Design & Developed BY Ohhre Technologies Limited.