বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ০৫:২৪ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার:
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমীন বলেছেন, “মুক্তিযুদ্ধের সময় দেশের কেন্দ্রবিন্দু ছিল সুনামগঞ্জ। জুলাই অভ্যুত্থানের সময়ও এখানকার বহু মানুষ শহীদ হয়েছেন। কিন্তু দুঃখজনকভাবে অভ্যুত্থানের পরবর্তী সময়ে শহীদ পরিবারের মর্যাদা রক্ষা করা হয়নি।”
শুক্রবার (২৫ জুলাই) শহরের আলফাত স্কয়ারে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে এনসিপি আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “স্বাধীন বাংলাদেশে আমরা আর চাঁদাবাজি, অন্যায়, সন্ত্রাস, নির্বিচারে হত্যাকাণ্ড ও বিচারবহির্ভূত হত্যা দেখতে চাই না। আমরা এমন একটি দেশ গড়তে চাই যেখানে মানবাধিকার এবং ন্যায়বিচার প্রতিষ্ঠিত থাকবে।”
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনাকে কেন্দ্র করে সামান্তা শারমীন বলেন, “এ ঘটনায় দ্রুততম সময়ে সুষ্ঠু তদন্ত করতে হবে। যারা দায়ী, তাদের কোনোভাবেই ছাড় দেওয়া যাবে না। দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হলে এ ধরনের ঘটনায় দায়ীদের কঠোরভাবে জবাবদিহির আওতায় আনতে হবে।”
পথসভায় আরও বক্তব্য রাখেন এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ। তাঁরা দুঃশাসন, বৈষম্য ও দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান জানান।