সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ০৩:১০ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার:
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ অভিযোগ করে বলেছেন, “যারা এনসিপি করতে চায়, তাদের ভয়-ভীতি দেখানো হয়। এমনকি এনসিপির অনুরাগীদের সঙ্গে স্থানীয় প্রশাসনের অসহযোগিতাও দেখা যায়।” শুক্রবার (২৫ জুলাই) ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে সুনামগঞ্জ শহরের আলফাত স্কয়ারে এক পথসভায় এসব কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, “স্থানীয় পর্যায়ে সংগঠনকে সুসংগঠিত করতে হবে। ওয়ার্ডে ওয়ার্ডে এনসিপিকে শক্তিশালী করুন। অনিক ভাই ও সুমন ভাইয়ের পরামর্শ নিয়ে কমিটি গঠন করুন। সাংগঠনিকভাবে আমরা যতটা সুদৃঢ় হব, ততই আমাদের দমন করা কঠিন হবে।”
পথসভায় অংশ নিতে এর আগে এনসিপি নেতৃবৃন্দ জুমার নামাজ আদায় শেষে শহরের কেন্দ্রীয় মসজিদ থেকে পদযাত্রা করে আলফাত স্কয়ারে আসেন।
সুনামগঞ্জের আর্থসামাজিক পরিস্থিতি নিয়ে তিনি বলেন, “এখানে কর্মসংস্থানের অভাব রয়েছে। পাঁচ মাস চাষ করে মানুষকে ১২ মাস চলতে হয়। সরকার বদলায়, কিন্তু সুনামগঞ্জের চেহারা বদলায় না। এই অবস্থার পরিবর্তনে আপনাদের সংঘবদ্ধ হতে হবে।”
বক্তব্যের একপর্যায়ে তিনি বলেন, “একটি পক্ষ আছে যারা প্রশাসনকে বিতর্কিত করতে চায়। আমাদের সচেতন থাকতে হবে।”
তিনি বক্তব্য শেষে উপস্থিত জনতাকে উদ্দেশ্য করে স্লোগান দেন:
“চাঁদাবাজ আর দখলদার— বাংলা নয় তোর বাপ দাদার”
“এই দেশ আমার দেশ— বাংলাদেশ, বাংলাদেশ”
পথসভায় আরও বক্তব্য রাখেন এনসিপির অন্যান্য কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। তারা গণতন্ত্র, ন্যায়বিচার ও জনঅধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান জানান।