বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ০৫:৫৮ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জ জেলায় অনুষ্ঠিত এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ (এ-প্লাস) প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির।
শুক্রবার (২৫ জুলাই) সকালে সুনামগঞ্জ শিল্পকলা একাডেমির হাসন রাজা মিলনায়তনে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শত শত মেধাবী ছাত্র-ছাত্রী, তাদের অভিভাবক ও সুধীজন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা শিবির সভাপতি মেহেদী হাসান তুহিন এবং সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি ফারহান শাহরিয়ার ফাহিম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি সালাহ উদ্দিন আইয়ুবী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক জেলা সভাপতি উপাধ্যক্ষ মাওলানা তোফায়েল আহমদ খান, এডভোকেট মুহাম্মদ শামসউদ্দীন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি এডভোকেট দেলোয়ার হোসেন শামীম ও মো. রেজাউল ইসলাম এবং এডভোকেট মো. আবুল বাশার।
বক্তারা বলেন, শিক্ষার্থীরা শুধু ভালো রেজাল্ট করলেই চলবে না, তাদের হতে হবে আদর্শবান, নৈতিক চরিত্রসম্পন্ন ও দেশপ্রেমিক। তারা কুরআন-হাদীসের আলোকে, বিশ্ববিখ্যাত মনীষীদের জীবনী থেকে শিক্ষা নিয়ে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান।
অনুষ্ঠানে এক অনন্য পরিবেশ সৃষ্টি হয়। কুরআন ও হাদীসের আলোকে বক্তাদের বক্তব্য, ইবনেসিনা, আইনস্টাইন, জাবির ইবনে হাইয়ান, মুসা আল খারিজমী, কাজী নজরুল ইসলাম এবং মহাকবি আল্লামা ইকবালের আদর্শে অনুপ্রাণিত হওয়ার আহ্বানে মুখর ছিল মিলনায়তন।
অভিভাবক ও শিক্ষার্থীরা তন্ময় হয়ে শুনছিলেন বক্তাদের কথা। তাদের চোখেমুখে ছিল ভবিষ্যতের স্বপ্ন আর দেশের জন্য কিছু করার প্রতিশ্রুতি।
বক্তারা প্রত্যাশা করেন, ছাত্র সংগঠন ও সামাজিক সংগঠনগুলো যেন এমন অনুপ্রেরণাদায়ী আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্মকে সত্য, সুন্দরের পথে উদ্বুদ্ধ করে। তারা বলেন, “তরুণদের স্বপ্ন দেখাতে হবে, পথ দেখাতে হবে। তাহলেই তৈরি হবে সাম্য ও মানবিক মর্যাদার একটি প্রিয় বাংলাদেশ।”
অনুষ্ঠান শেষে কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ও উপহার তুলে দেওয়া হয়।