বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ০৪:২৯ পূর্বাহ্ন
শান্তিগঞ্জ প্রতিনিধি::
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র সম্ভাব্য এমপি প্রার্থী মেজর (অবঃ) আশফাক শামী বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে মতবিনিময় ও গণসংযোগ করেছেন।
শুক্রবার (২৫ জুলাই) বিকেল ৩টায় উপজেলার ভমবমি বাজারে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন স্থানীয় ওয়ার্ড বিএনপি নেতা হেলাল উদ্দিন এবং সঞ্চালনায় ছিলেন ছাদিকুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে মেজর (অবঃ) আশফাক শামী বলেন, “আমি গণতন্ত্রে বিশ্বাসী একজন মানুষ। আজ আপনাদের সামনে হাজির হয়েছি পরিবর্তনের বার্তা নিয়ে। আমি বিএনপির মনোনয়ন প্রত্যাশী। দল যদি আমাকে মনোনীত করে এবং আপনারা যদি আমাকে নির্বাচিত করেন, তাহলে এই এলাকার মানবসম্পদ উন্নয়নে কাজ করবো। স্থানীয় প্রশাসন স্বাধীনভাবে কাজ করতে পারবে। বেকারত্ব হ্রাস, শিক্ষার মানোন্নয়ন এবং আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কার্যকর ভূমিকা রাখবো।”
তিনি আরও বলেন, “আমার দীর্ঘ সেনাবাহিনীর অভিজ্ঞতা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে সুফল বয়ে আনবে বলে বিশ্বাস করি। জনসেবা আমার পছন্দের কাজ এবং আমি আপনাদের ভালোবাসায় বেঁচে থাকতে চাই।”
মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন আব্দুর রহমান জামী, জগন্নাথপুর উপজেলা যুবদল নেতা আফরোজ আলী প্রমুখ।
এর আগে মেজর (অবঃ) আশফাক শামী শান্তিগঞ্জ উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের দামোধরতপী বাজার পয়েন্ট, ডাবর পয়েন্ট এবং দরগাপাশা ইউনিয়নের মিনা বাজার ও ছয়হারা পয়েন্টে স্থানীয় জনগণের সাথে কুশল বিনিময় করেন এবং তাদের মাঝে লিফলেট বিতরণ করেন।
গণসংযোগকালে এলাকার সাধারণ মানুষজন তাঁর প্রতি সমর্থন প্রকাশ করেন এবং ভবিষ্যতে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।