বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ০৪:৩৮ পূর্বাহ্ন
দিরাই প্রতিনিধি:
সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার ৩নং রাজানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও এক কম্পিউটার অপারেটরের বিরুদ্ধে ঘুষ দাবি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে। অভিযোগকারিণী মোছাঃ মমিনা বেগম জানান, তার পিতা কদ্দুছ মিয়া মৃত্যুবরণ করার পর মৃত্যু সনদ ও ওয়ারিশান সনদ উত্তোলনের জন্য তিনি রাজানগর ইউনিয়ন পরিষদে যান। এ সময় পরিষদের কম্পিউটার অপারেটর দবির মিয়া তার নিকট ২,০০০ টাকা ঘুষ দাবি করেন।
অভিযোগে আরও জানা যায়, ঘুষ দিতে অস্বীকৃতি জানালে প্রায় এক বছর ধরে বিভিন্ন অজুহাতে তাকে হয়রানি করা হচ্ছে। বিষয়টি চেয়ারম্যান জহিরুল ইসলাম জুয়েলকে জানালে তিনিও ঘুষ ছাড়া কোনো সেবা দেবেন না বলে জানান।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ জানাতে চাইলে, চেয়ারম্যান ব্যক্তিগত মোবাইল নমার (০১৭১১-০৪১২২৩) থেকে ১৬ জুলাই ২০২৫ তারিখ সন্ধ্যা ৬টা ২ মিনিটে মমিনার মোবাইল নম্বরে (০১৭৯৫-৩৫৫৬৮১) অশ্লীল ভাষায় গালিগালাজ ও হুমকি দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।
মমিনা বেগম অভিযোগ করেন, তিনি বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন। এ বিষয়ে দিরাই থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন তিনি।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার সঞ্জীব সরকার বলেন, চেয়ারম্যানকে বলে দিয়েছি, ওই নারী যাতে প্রাপ্য সেবা থেকে বঞ্চিত না হয়। দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, মোমিনা আক্তার লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।