বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ০৪:৪৪ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার:
শ্রমিকদের ১০ দফা দাবির বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সুনামগঞ্জে স্মারকলিপি পেশ করেছে সংগঠনটির জেলা শাখা। সোমবার (২৮ জুলাই) সকালে জেলা প্রশাসকের মাধ্যমে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টার বরাবর এই স্মারকলিপি প্রদান করা হয়।স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ, সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি সুখেন্দু তালুকদার মিন্টু এবং সাধারণ সম্পাদক সাইফুল আলম ছদরুলসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
স্মারকলিপিতে উল্লেখযোগ্য দাবিগুলোর মধ্যে রয়েছে—শ্রমিকদের ন্যূনতম মূল মজুরি ৩০ হাজার টাকা ঘোষণা, আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) কনভেনশন ৮৭ ও ৯৮ অনুসারে অবাধ ট্রেড ইউনিয়ন অধিকার নিশ্চিতকরণ, কর্মক্ষেত্রে নিরাপত্তা বিধান, রেশনিং ব্যবস্থা চালু, এবং প্রতি দুই বছর পর পর বাজারদরের সাথে সামঞ্জস্য রেখে মজুরি পুনঃনির্ধারণ।
এছাড়া আরও উল্লেখ করা হয়েছে—৮ ঘণ্টা শ্রমদিবসের ভিত্তিতে আইনি সুরক্ষা, শ্রমিকদের নিয়োগপত্র ও পরিচয়পত্র প্রদান, শ্রম আদালতে ৯০ দিনের মধ্যে মামলা নিষ্পত্তি, হয়রানিমূলক বদলি বন্ধ, উপযুক্ত প্রশিক্ষণের ব্যবস্থা, শ্রমিকনেতাদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার, শিল্পাঞ্চলে নিরাপত্তা নিশ্চিতকরণ, চা শ্রমিকদের চাকুরি শেষে বাসস্থান থেকে উচ্ছেদ বন্ধ, স্বাস্থ্যকার্ড প্রদান, বছরে দুইবার স্বাস্থ্য পরীক্ষা, নারী শ্রমিকদের ছয় মাসের মাতৃত্বকালীন ছুটি প্রদান এবং জাতীয় স্বার্থবিরোধী চুক্তি বাতিল করে শিল্পোন্নয়ন ও শ্রমিক কল্যাণ নিশ্চিত করার দাবি।
এ সময় নেতৃবৃন্দ বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং জীবনমান উন্নয়নে সরকারকে দ্রুত পদক্ষেপ নিতে হবে। না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।