বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ০৬:১১ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার:
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের তত্ত্বাবধানে পরিচালিত পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম (এসইডিপি)-এর আওতায় সুনামগঞ্জে মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ জুলাই) দুপুর ১২টায় সুনামগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা মাধ্যমিক ও জেলা মাধ্যমিক শিক্ষা অফিস।
জেলা শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা জেরিন। সঞ্চালনায় ছিলেন উপজেলা বিদ্যালয় সুপারভাইজার আরিফুল হক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ সরকারি কলেজের সহকারী অধ্যাপক মো. জাকির হোসেন, আল-হেরা জামেয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা তোফায়েল আহমেদ খান, সুনামগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসিমা রহমান, দারুল হুদা দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি বদরুল কাদির শিহাব, মঙ্গলকাটা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম, জেলা শিক্ষা অফিসের কো-অর্ডিনেটর সারওয়ার এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী লিওন চৌধুরী।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন শিক্ষার্থী আরিফা তানবীন এবং গীতাপাঠ করেন ঐশী দাস।
অনুষ্ঠানে সুনামগঞ্জ সদর উপজেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসার এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ ১০ জন এবং এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ ১৫ জন A+ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
বক্তারা বলেন, “শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ। কেবল মেধা নয়, তাদের নৈতিক শিক্ষায় শিক্ষিত হতে হবে। মনে রাখতে হবে, শুধুমাত্র মেধাবী হলেই যথেষ্ট নয় – নৈতিকতা ছাড়া মেধা সমাজের জন্য ক্ষতিকর হতে পারে।” বক্তারা শিক্ষার্থীদের ধর্মীয় ও নৈতিক শিক্ষায় মনোনিবেশের পাশাপাশি সময়ের মূল্য দেওয়া, আত্মনির্ভরশীল হওয়া ও বড়দের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানটি শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে এক আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়।