বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ০৫:৫৫ পূর্বাহ্ন
সাইফ উল্লাহ, স্টাফ রিপোর্টার::
রাষ্ট্রকাঠামো মেরামতের লক্ষ্যে বিএনপি ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের আহ্বানে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ জুলাই) বিকেলে ধর্মপাশা উপজেলা সদরের মধ্যবাজারে এ জনসভার আয়োজন করে উপজেলা বিএনপি।
জনসভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কাজী মাজাহারুল হক এবং সঞ্চালনা করেন যুগ্ম আহ্বায়ক জুলফিকার আলী ভূট্রো।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী, জননেতা আনিসুল হক বলেন, “হাওরকে বাদ দিয়ে উন্নয়ন সম্ভব নয়। হাওর রক্ষা করতে হবে, কৃষক রক্ষা করতে হবে। কৃষক বাঁচলে দেশ বাঁচবে, দেশ বাঁচলে মানুষ বাঁচবে।”
তিনি আরও বলেন, “জননেতা তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আমরা লিফলেট ও প্রচারপত্র বিতরণ করছি। আগামী নির্বাচনে বিএনপিকে বিজয়ী করতে হবে।”
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন আহ্বায়ক কমিটির ২য় যুগ্ম আহ্বায়ক এসএম রহমত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক মো. বাদল মিয়া, মধ্যনগর আহ্বায়ক কমিটির ৩য় যুগ্ম আহ্বায়ক মো. মোশাহিদ তালুকদার, এবং আরও অনেক নেতৃবৃন্দ।
সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষক দল, মৎস্যজীবী দল, ছাত্রদলসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের শীর্ষ নেতারা। লিফলেট বিতরণের মাধ্যমে কর্মসূচির প্রতি জনসাধারণকে উদ্বুদ্ধ করার চেষ্টা করেন নেতারা।
আয়োজকরা জানান, বিএনপির ৩১ দফা দাবি বাস্তবায়নের মাধ্যমে একটি গণতান্ত্রিক, সমৃদ্ধ এবং জনবান্ধব রাষ্ট্র গঠনের পথ উন্মুক্ত হবে।