সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ০৩:২৬ পূর্বাহ্ন

সুনামগঞ্জে এনডিসি ৩.০ বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার::
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় জাতীয়ভাবে নির্ধারিত অবদান (ন্যাশনালি ডিটারমাইন্ড কন্ট্রিবিউশন – এনডিসি) ৩.০ বিষয়ক একটি দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে সুনামগঞ্জে। বুধবার সুনামগঞ্জ সার্কিট হাউসে আয়োজিত এ কর্মশালায় কিশোর-কিশোরী ও তরুণদের সক্রিয় অংশগ্রহণে জলবায়ু পরিবর্তনের প্রভাব ও করণীয় বিষয়ক সচেতনতা বৃদ্ধির উপর জোর দেওয়া হয়।

সুনামগঞ্জ জেলা তথ্য অফিস ও জেলা প্রশাসকের কার্যালয়ের সমন্বয়ে এবং ইউনিসেফের সহায়তায় আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল এবং সঞ্চালনায় ছিলেন ইউনিসেফের সোশ্যাল অ্যান্ড বিহেভিয়র চেঞ্জ অফিসার উম্মে হালিমা।

স্বাগত বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা তথ্য অফিসের উপপরিচালক শেখ ওয়ালিদ ফয়েজ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনিসেফ সিলেট অফিসের চীফ অব ফিল্ড অফিসার কাজী দিল আফরোজা ইসলাম এবং পরিবেশ অধিদপ্তর, সুনামগঞ্জের সহকারী পরিচালক মো. মোহাইমিনুল হক।

কর্মশালায় আরও উপস্থিত ছিলেন ইউনিসেফের জলবায়ু পরিবর্তন বিশেষজ্ঞ ভ্যালেনটিনা স্পিনেডি, কমিউনিকেশন অফিসার নুশরাত শবনম তুর্ণা, ইউ-রিপোর্ট অফিসার সিহাব উদ্দিন সানি এবং তরুণ জলবায়ু কর্মী ফারজানা ফারুক ঝুমু।

আয়োজকরা জানান, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় তরুণদের অংশগ্রহণ নিশ্চিত করাই এ কর্মশালার মূল উদ্দেশ্য। এনডিসি ৩.০ বাস্তবায়নের ক্ষেত্রে সচেতনতা ও অংশগ্রহণ বৃদ্ধির মাধ্যমে একটি পরিবেশবান্ধব ভবিষ্যৎ গঠনের প্রতি গুরুত্বারোপ করা হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2025 surmapostnewsbd.com
Design & Developed BY Ohhre Technologies Limited.