বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ০৪:৪৮ পূর্বাহ্ন
ছাতক প্রতিনিধি:
ছাতকে পৃথক অভিযানে বিভিন্ন মামলায় অভিযুক্ত ৬ আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। বুধবার (৬ আগস্ট) রাতভর ছাতক থানার এসআই মো. সিকান্দার আলী, এসআই আব্দুল লতিফ, এএসআই সাহাব উদ্দিন ও এএসআই তোয়াহা সঙ্গীয় ফোর্সসহ এ অভিযান পরিচালনা করেন।
গ্রেফতারকৃতরা হলেন:
নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলা নং ২০৯/২৫ এর আসামী নোয়ারাই ইউনিয়নের লক্ষীবাউর গ্রামের মো. আব্দুল মজিদ তালুকদার এবং তার স্ত্রী সেলিনা বেগম।
জি.আর মামলা ১৯২/১৪ (সিলেট কোতোয়ালী) এর আসামী দোলারবাজার ইউনিয়নের পালপুর গ্রামের মৃত আকবর আলীর পুত্র জয়নাল আবেদীন।
সি.আর মামলা ৫৩০/২৪ (ছাতক) এর আসামী দোলারবাজার ইউনিয়নের মুক্তারপুর–লক্ষীপাশা গ্রামের মো. শামসুল হকের পুত্র মোহাম্মদ আলী ফুয়াদ।
ছাতক থানার মামলা নং ৫(৮)২০২৫, ধারা ৩৭৯/৪১১ পেনাল কোডের সন্দেহভাজন আসামী সিলেট কোতোয়ালি থানার সোবহানীঘাট এলাকার বাসিন্দা খুরশেদ আলমের পুত্র মো. রনি আহমদ।
এছাড়া, ছাতক থানার মামলা নং ৩৩, তারিখ ২৪.০৭.২০২৫-এর রিমান্ডকৃত আসামী উপজেলার বড় বিহাই গ্রামের মো. আলী হোসেন-কেও গ্রেফতার করা হয়েছে।
ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোখলেছুর রহমান আকন্দ জানান, গ্রেফতারকৃত সকল আসামীকে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে। পুলিশের নিয়মিত অভিযানে এলাকায় অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখা হচ্ছে বলেও তিনি জানান।