বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ১০:৩৭ পূর্বাহ্ন
সিলেট উইমেন্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বি-বার্ষিক নির্বাচনে পরিচালক পদে স্বতন্ত্রভাবে বিজয়ী হয়েছেন নারী উদ্যোক্তা তাহমিনা হাসান চৌধুরী।
৭ সেপ্টেম্বর (রবিবার) সিলেট পিটিআই সেন্টারে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ভোটার ছিলেন ২৭৫ জন।
নবনির্বাচিত পরিচালক তাহমিনা হাসান চৌধুরী একজন প্রতিষ্ঠিত নারী উদ্যোক্তা। তিনি সিলেট শহরের জিন্দাবাজারস্থ স্বনামধন্য প্রতিষ্ঠান ‘মডেস্টি’-র প্রতিষ্ঠাতা। পাশাপাশি তিনি রোটারি ক্লাব অব সিলেট ইম্পেরিয়ালের প্রেসিডেন্ট, সিলেট রেড ক্রিসেন্ট ইউনিট ও সিলেট ৯৫/৯৭ ফাউন্ডেশনের আজীবন সদস্য হিসেবে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন।
সিলেট শহরের হাওয়াপাড়া এলাকার বাসিন্দা তাহমিনা হাসান চৌধুরী বিশিষ্ট ব্যবসায়ী ও রোটারিয়ান হাসান কবির চৌধুরীর সহধর্মিণী। তিনি বৃহত্তর সিলেটের কিংবদন্তি ক্রিকেটার প্রয়াত শহীদ উদ্দিন মিছিরের বড় কন্যা এবং সুনামগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি লতিফুর রহমান রাজুর ভাগ্নী।
নির্বাচনে জয়লাভের পর তাহমিনা হাসান চৌধুরী চেম্বারের সকল সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “নারী উদ্যোক্তাদের স্বার্থ সংরক্ষণ ও তাদের সক্ষমতা বৃদ্ধিতে আমি সব সময় কাজ করে যাবো। এই নির্বাচনের ফল আমার জন্য দায়িত্ব আরও বাড়িয়ে দিল।”