বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ১০:৩৭ পূর্বাহ্ন

শীর্ষ সংবাদ :
বিশ্বম্ভরপুরে আন্তর্জাতিক অহিংস দিবস উপলক্ষে পিএফজির মানববন্ধন জামালগঞ্জে মাদ্রাসা সুপারের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টা ও অর্থ আত্মসাতের প্রতিবাদে বিক্ষোভ সুনামগঞ্জে শিশু অধিকার সপ্তাহ’র সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত ওয়াইপিএজির সভায় সুনামগঞ্জ সরকারি কলেজের শহীদ মিনার ভাঙ্গার নিন্দা শাল্লা উপজেলা পরিষদ লাইব্রেরীতে বই দিলেন বিএনপি নেতা আব্দুল আওয়াল ধর্মপাশা বাদশাগঞ্জে শিক্ষক-কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ যাদুকাটা নদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৪ জনকে কারাদণ্ড বিআরটিএ সুনামগঞ্জের সাথে নিসচা সাথে মতবিনিময় সভা নিজের সম্পদ বাড়াতে নয়, রাজনীতি করি জনগণের জন্য,… কামরুজ্জামান কামরুল ধর্মপাশায় শরিফা হত্যার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

ফ্রান্সে জাতীয়তাবাদী ঐক্য ফোরাম গঠন: সভাপতি-ফারুক, সম্পাদক-ইরশাদ

বিশ্বনাথ প্রতিনিধি:
ফ্রান্সের প্যারিসে বাংলাদেশী অধ্যুষিত এলাকা গার্দুনদে অবস্থিত ফুলকলি রেস্টুরেন্টে জাতীয়তাবাদী ঐক্য ফোরাম ফ্রান্স, বিশ্বনাথ উপজেলা শাখার উদ্যোগে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় বুধবার (১ অক্টোবর) বিকাল ৫টায় আয়োজিত এ সভায় প্রবাসে অবস্থানরত সাবেক বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
সভায় সর্বসম্মতিক্রমে বিশ্বনাথ উপজেলা শাখার কার্যকরী কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটিতে সাবেক বিশ্বনাথ উপজেলা বিএনপি নেতা ফারুক আহমেদ সভাপতি ও সাবেক যুবদল নেতা ইরশাদ হোসাইনকে সাধারণ সম্পাদক করে কার্যকরী কমিটি গঠন করা হয়। এছাড়া সাবেক যুবদল নেতা নজির আহমেদকে সিনিয়র সহ-সভাপতি, সাবেক ছাত্রদল নেতা এনামুল হককে যুগ্ম সাধারণ সম্পাদক এবং সাবেক ছাত্রদল নেতা শামীম আহমেদকে সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্বপ্রাপ্ত হন।
নবগঠিত নেতৃবৃন্দ ঘোষণা দেন, নিখোঁজ জননেতা এম ইলিয়াস আলীকে ফিরে পাওয়ার আন্দোলনকে আরও বেগবান করা হবে। একইসাথে আসন্ন জাতীয় নির্বাচনে জননন্দিত নেত্রী তাহসিনা রুশদীর লুনাকে ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া এবং তাঁর বিজয় নিশ্চিত করতে দেশ-বিদেশে একযোগে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়।
সভায় বক্তারা বলেন, প্রবাসে থেকেও দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে ও জাতীয়তাবাদী আদর্শ বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
এদিকে, সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2025 surmapostnewsbd.com
Design & Developed BY Ohhre Technologies Limited.