সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ০৪:০৩ পূর্বাহ্ন
ধর্মপাশা প্রতিনিধি ::
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় প্রকাশ্যে আদালত প্রাঙ্গণে এক নারীকে ছুরিকাঘাতে হত্যা করেছেন তাঁর স্বামী। সোমবার ধর্মপাশা উপজেলা আদালত প্রাঙ্গণে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত নারীর নাম শরিফা আক্তার (২৮)। তাঁর বাড়ি ধর্মপাশা উপজেলার কান্দাপাড়া গ্রামে। তাঁর স্বামীর নাম মো. আখতার হোসেন (৪০), পিতা হেকিম মির্জা। নিহত শরিফার তিন বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে, যার নাম আরবি।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, শরিফা আক্তার আদালত প্রাঙ্গণে অবস্থান করছিলেন। হঠাৎ তাঁর স্বামী আখতার হোসেন পেছন দিক থেকে এসে ধারালো ছুরি দিয়ে পিঠে আঘাত করেন। ছুরিকাঘাতে গুরুতর আহত হলে স্থানীয়রা দ্রুত তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর আখতার হোসেন পালিয়ে যাওয়ার চেষ্টা করলে উপস্থিত জনতা তাকে ধরে ফেলে এবং পুলিশে সোপর্দ করে।
ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক জানান, “ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে আটক করে। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।”
পুলিশ আরও জানায়, স্বামী-স্ত্রীর মধ্যে পূর্ব থেকে একটি পারিবারিক মামলা চলছিল। সেই মামলার জের ধরেই এ হামলার ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।