সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ০৪:১২ পূর্বাহ্ন

ছাতকে আনুষ্ঠানিকভাবে প্রকাশ্যে কৃষি ঋণ বিতরণ করেছে ১৬ টি ব্যাংক

ছাতক প্রতিনিধিঃ
ছাতকে আনুষ্ঠানিকভাবে প্রকাশ্যে কৃষি ঋণ বিতরণ করেছে ১৬ টি ব্যাংক। মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে ছাতক পৌরসভা অডিটোরিয়ামে সোনালী ব্যাংক ছাতক শাখার আয়োজনে আনুষ্ঠানিকভাবে কৃষি ঋণ বিতরণ অনুষ্ঠানে বিভিন্ন ব্যাংক শাখার গ্রাহকদের মধ্যে এসব ঋণ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে ছাতকের ১৬টি ব্যাংক শাখার উদ্যোগে উপজেলার ৬৭ জন কৃষকের মাঝে ৬৭ লক্ষ ৬২ হাজার টাকা কৃষি ঋণ প্রকাশ্যে বিতরণ করা হয়।

এ উপলক্ষে ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. তরিকুল ইসলামের সভাপতিত্বে ও ডাচ্-বাংলা ব্যাংক ম্যানেজার সামস মোঃ জাবেদ সুফিয়ানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ ব্যাংক সিলেটের নির্বাহী পরিচালক মোহাম্মদ খালেদ আহমদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সোনালী ব্যাংক (পিএলসি) সিলেট প্রধান কার্যালয়ের জেনারেল ম্যানেজার মোঃ আলী আশরাফ আবু তাহের, সোনালী ব্যাংক সিলেটের জেনারেল ম্যানেজার খোকন চন্দ্র বিশ্বাস,জনতা ব্যাংক (পিএলসি) সিলেটের জেনারেল ম্যানেজার মো.বরিউল আলম,বাংলাদেশ ব্যাংক সিলেট বিভাগীয় কার্যালয়ের জেনারেল ম্যানেজার খোরশেদ আলম,বাংলাদেশ ব্যাংক (কৃষি ঋণ) সিলেট বিভাগের অতিরিক্ত পরিচালক সুব্রত তালুকদার,ছাতক উপজেলা কৃষি কর্মকর্তা তৌফিক হোসেন খান, ছাতক প্রেসক্লাব সভাপতি সৈয়দ হারুন অর রশিদ, সোনালী ব্যাংক (পিএলসি)ডেপুটি ম্যানেজার,প্রিন্সিপাল হিমাংশু আচার্য্য,জনতা ব্যাংক পিএলসি সুনামগঞ্জ শাখার ডেপুটি ম্যানেজার বরজিত লাল সোম,বাংলাদেশ কৃষি ব্যাংক সুনামগঞ্জের ডেপুটি ম্যানেজার মোহাম্মদ ফয়জুর রহমান শহীর।

ব্যাংক কর্মকর্তারা বক্তব্যে বলেছেন, সকল ব্যাংকের শাখা থেকে কৃষি ঋণ নেয়ার সুবিধা রয়েছে। কৃষকরা ১০ টাকার বিনিময়ে একটি একাউন্ট চালু করে কৃষি ঋণ গ্রহণ করতে
পারবেন। কোন দালানের শরণাপন্ন না হয়ে সঠিক কাগজপত্র নিয়ে নিজেই ব্যাংকের শাখা গুলোতে ঋণ গ্রহণের জন্য যোগাযোগ করতে অনুষ্ঠানে কৃষকদেরকে পরামর্শ দেন বক্তারা।

সভার শুরুতে পবিত্র কোর আন তেলাওয়াত করেন উত্তরা ব্যাংক ছাতক শাখার কর্মকর্তা মোহাম্মদ তোহা ও গীতাপাঠ করেন পল্লী ব্যাংক শাখার কর্মকর্তা বকুল দেবনাথ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2025 surmapostnewsbd.com
Design & Developed BY Ohhre Technologies Limited.