সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ০৩:২৬ পূর্বাহ্ন
দিরাই প্রতিনিধি ::
সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত ও সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক উপদেষ্টা অ্যাডভোকেট তাহির রায়হান চৌধুরী পাবেল বলেছেন, “স্বাধীনতার ৫৪ বছর পার হলেও দিরাই-শাল্লাবাসী কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে এখনো বঞ্চিত। দেশে ব্যাপক উন্নয়ন হলেও আমাদের অঞ্চল যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্যসহ নানা দিক থেকে অবহেলিত থেকে গেছে।”
তিনি বলেন, “যারা এতদিন ক্ষমতায় ছিলেন তারা নিজেদের স্বার্থেই ছিলেন ব্যস্ত, এলাকার উন্নয়নের বিষয়ে ছিলেন উদাসীন। আজ সময় এসেছে সঠিক সিদ্ধান্ত নেওয়ার। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে দিরাই-শাল্লার উন্নয়নের পথ সুগম করতে হবে।”
বুধবার বিকেলে শাল্লা উপজেলার সাতপাড়া বাজারে শাল্লা ইউনিয়ন বিএনপি আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
অ্যাডভোকেট পাবেল আরও বলেন, “৫ আগস্ট আমরা দেশকে ফ্যাসিস্ট মুক্ত করেছি। দেশের মানুষ বিএনপির দিকে চেয়ে আছে। শহীদ জিয়াউর রহমানের স্বপ্ন বাস্তবায়নে ও তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি সফল করতে আমরা বদ্ধপরিকর। আমি মনোনয়ন না পেলেও যাকে দল মনোনয়ন দেবে, তার পক্ষেই সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। উন্নয়নের স্বার্থে ধানের শীষে ভোট দিন।”
জনসভায় সভাপতিত্ব করেন শাল্লা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল খালেক।
সভা পরিচালনায় ছিলেন ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা চৌধুরী ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ব্রজেশ রঞ্জন চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শাল্লা উপজেলা বিএনপির আহ্বায়ক সিরাজুল ইসলাম সিরাজ, যুগ্ম আহ্বায়ক শিক্ষক আব্দুল করিম, জেলা কৃষকদলের সদস্য মানিক মিয়া তালুকদার, দিরাই পৌর বিএনপির সদস্য বাবুল সরদার, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক সামছুল ইসলাম সরদার খেজুর, বাহারা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সাঈদ হোসেন সাগর, শাল্লা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আবুসাঈদ, হবিবপুর বিএনপির আহ্বায়ক আল আমিন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহবুব হোসেন শিশু, সদস্য সচিব রুবেল আহমদ দুলাল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নুরুল আমিন, জেলা তরুণ দলের সভাপতি আবুল ফজল আকাশ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তারেক হাসান মুন্না, সদস্য সচিব তোফাজ্জল হোসেন বাপন, উপজেলা তরুণ দলের আহ্বায়ক উজ্জ্বল মিয়া এবং ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ।