সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ০২:৫৩ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার::
“আমি কন্যাশিশু—স্বপ্ন গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি” প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জে পালিত হয়েছে জাতীয় কন্যাশিশু দিবস। বুধবার সকাল সাড়ে ১০টায় শহরের মহিলা কলেজ রোডস্থ বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমি, সুনামগঞ্জের যৌথ উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) তাপস শীল।
শিশু শিক্ষার্থী সুমাইয়া আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক এ জে রেজাউল আলম, জেলা কন্যাশিশু এডভোকেসি ফোরামের সভাপতি মিসেস শাহীনা চৌধুরী রুবি, ইসলামিক রিলিফ’র ম্যানেজার মো. শামসুল আলম, আদিবাসী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মাসুদ পারভেজ, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এপি সুনামগঞ্জের প্রোগ্রাম অফিসার উত্তম চক্রবর্তী প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বাদল চন্দ্র বর্মণ।
আলোচনা সভা শেষে সরকারি শিশু পরিবারের শিল্পীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।