সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ০২:৫৭ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের ছাতকের বড় সৈদেরগাঁও গ্রামে নৃশংসভাবে খুন হওয়া হাফিজ সৈয়দ মাহমুদুল হোসেন (ওরফে আব্দুল হান্নান পীর রহ.) এর হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে ধারনবাজারে সিলেট-সুনামগঞ্জ সড়কে এ মানববন্ধনের আয়োজন করে এলাকাবাসী। এতে সভাপতিত্ব করেন হাফিজ মামহুদ আলী এবং সঞ্চালনা করেন ইমাম উদ্দীন মামুন।
মানববন্ধনে বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহিউদ্দিন, মাহমুদ আলী, মাওলানা ফুল বাছিত, মাওলানা আকবর আলী, মজমল হক, আব্দল হাই লিপ,
ছালেহ আহমদ, সৈয়দ আশরাফুল হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ ও শিক্ষকরা।
বক্তারা জানান, ২০২৪ সালের ৩ অক্টোবর সকাল সাড়ে ৮টার মধ্যে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা হাফিজ মাহমুদুল হোসেনকে নিজ ঘরে উপর্যুপরি ছুরিকাঘাতে হত্যা করে। ঘটনায় পরদিন ভাতিজা সৈয়দ জুমেল হোসেন ছাতক থানায় অজ্ঞাতসহ ৮ জনকে আসামি করে মামলা দায়ের করেন।
তবে এক বছর পেরিয়ে গেলেও এখনো কেউ গ্রেফতার না হওয়ায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন বক্তারা। বর্তমানে মামলাটি সিআইডি সুনামগঞ্জের তদন্তাধীন রয়েছে।
তারা অবিলম্বে খুনীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। অন। কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন বক্তারা।