সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ০৩:০৭ পূর্বাহ্ন
দিরাই প্রতিনিধি:
সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী, যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রনেতা আজমল হোসেন চৌধুরী জাবেদের উদ্যোগে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুর ২টায় দিরাইয়ের আজমল কনভেনশন হলে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং দিরাই-শাল্লার সাবেক এমপি নাছির উদ্দিন চৌধুরীর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুর রশিদ চৌধুরী, দিরাই উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক মঈন উদ্দিন চৌধুরী মাসুক, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি সাব্বির মিয়া, যুগ্ম আহ্বায়ক ফারুক সরদার, সাবেক সমাজসেবা সম্পাদক মাসুক মিয়া, উপজেলা বিএনপির সদস্য আবু সাঈদ চৌধুরী, পৌর বিএনপির সদস্য কয়ছর ইসলাম ও আব্দুল হাফিজ, কৃষক দলের সদস্য সচিব শহীদুল ইসলাম বাবুল, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সজীব রশীদ চৌধুরী ও সদস্য সচিব রাকিব মিয়া।
এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ, যেমন: ভাটিপাড়া ইউনিয়নের সভাপতি নিয়াজ মাহমুদ রিপন, রাজানগর ইউনিয়নের সভাপতি আলী আহমদ খাঁন ও সিনিয়র সহ-সভাপতি নবীর হোসেন, করিমপুর ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি হাবিল মিয়া, সাধারণ সম্পাদক ফরিদ সরদার, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন আউলা, জগদল ইউনিয়নের সভাপতি নুরুল হক, তাড়ল ইউনিয়নের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আলী আহমদ এবং সাধারণ সম্পাদক দীন ইসলাম মাস্টার।
উপস্থিত ছিলেন দিরাই উপজেলা ছাত্রদলের ১ম যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান চৌধুরী, যুগ্ম আহ্বায়ক নুর আহমদ তালুকদার, ছাত্রদল নেতা দিদারসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
দোয়া মাহফিলের পূর্বে, যুক্তরাজ্য থেকে দেশে ফেরার পর দিরাইয়ে প্রবেশ উপলক্ষে দুপুর ১২টায় শরীফপুর থেকে এক বিশাল মোটরসাইকেল শোডাউন করে আজমল হোসেন চৌধুরী জাবেদকে বরণ করে নেন নেতাকর্মীরা। পুরো এলাকা উৎসবমুখর পরিবেশে মুখরিত হয়ে উঠে।