সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ০৩:৪৯ পূর্বাহ্ন
Oplus_16908288
স্টাফ রিপোর্টার::
জেলা তথ্য অফিস, সুনামগঞ্জ-এর আয়োজনে ও ইউনিসেফ বাংলাদেশ-এর আর্থিক সহায়তায় “শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম” শীর্ষক প্রকল্পের আওতায় অনুষ্ঠিত হলো টাইফয়েড ভ্যাকসিনেশন বিষয়ক জেলা পর্যায়ের ওরিয়েন্টেশন কর্মশালা। কর্মশালায় অংশগ্রহণ করেন বাংলাদেশ স্কাউটস ও গার্লস গাইড-এর যুব স্বেচ্ছাসেবকগণ।
কর্মশালার স্বাগত বক্তব্য প্রদান করেন শেখ ওয়ালিদ ফয়েজ, উপপরিচালক, জেলা তথ্য অফিস, সুনামগঞ্জ। অনলাইনে যুক্ত হয়ে উদ্বোধনী বক্তব্য দেন গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক (প্রচার ও সমন্বয়) ডালিয়া ইয়াসমিন।
এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলার সিভিল সার্জন ডা. জসিম উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল, ইউনিসেফ সিলেট-এর চীফ অব ফিল্ড অফিসার কাজী দিল আফরোজা ইসলাম, জেলা শিক্ষা অফিসার মোঃ জাহাঙ্গীর আলম, বাংলাদেশ স্কাউটস সিলেট অঞ্চলের উপপরিচালক তাপস কান্তি গোলদার এবং ইসলামিক ফাউন্ডেশন, সুনামগঞ্জ-এর মাস্টার ট্রেইনার মোঃ আশরাফ উদ্দিন।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই কর্মশালায় বক্তারা টাইফয়েড প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, যুব সমাজকে প্রশিক্ষিত ও সচেতন করে তুললে তারা সমাজে স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে অগ্রণী ভূমিকা রাখতে পারবে।
কর্মশালার মাধ্যমে স্কাউট ও গার্লস গাইড-এর স্বেচ্ছাসেবকরা আগামী দিনে টাইফয়েড প্রতিরোধ কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ করতে প্রস্তুত হবে বলে আশা করা হয়।