সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ০৩:৪৬ পূর্বাহ্ন

দিরাইয়ে নৌকা থেকে নদীতে পড়ে দেড় বছরের শিশু নিখোঁজ

দিরাই প্রতিনিধি:
সুনামগঞ্জের দিরাই পৌর শহরের মধ্যবাজার ব্রিজ সংলগ্ন নৌকা ঘাট এলাকায় নৌকা থেকে পড়ে তানহা (১.৫ বছর) নামের এক কন্যাশিশু নিখোঁজ হওয়ার হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। শনিবার (১১ অক্টোবর) সকাল ১০টার দিকে এই ঘটনা ঘটে। নিখোঁজ তানহা শাল্লা উপজেলার শিমেরকান্দা গ্রামের বাসিন্দা রহিবুল ইসলাম ও মাসেদা বেগম দম্পতির মেয়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শিশুটির মা মাসেদা বেগম সিলেট থেকে দিরাই এসে শাল্লাগামী একটি যাত্রীবাহী নৌকায় ওঠার সময় মেয়েকে একটি কলা খেতে দেন। এ সময় তিনি নিজের ব্যাগ গুছাচ্ছিলেন। এই ফাঁকে শিশু তানহা মায়ের পেছনে গিয়ে নৌকার জানালা দিয়ে চামটি নদীতে পড়ে যায়। ব্যাগ গোছানো শেষে মেয়েকে খুঁজতে গিয়ে মা দেখতে পান শিশুটি নৌকায় নেই। মুহূর্তেই তার হৃদয়বিদারক চিৎকারে পুরো ঘাট এলাকা স্তব্ধ হয়ে যায়।
খবর পেয়ে দিরাই ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। তবে রিপোর্ট লেখা পর্যন্ত শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়নি।
দিরাই ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা শিশির কুমার দাস জানান, “ঘটনার খবর পেয়ে আমরা তাৎক্ষণিকভাবে উদ্ধার অভিযান শুরু করি। এখানে ডুবুরি না থাকায় সুনামগঞ্জ জেলা ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে। অভিযান এখনো চলছে।”
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করে জানান, “পুলিশ ও ফায়ার সার্ভিস যৌথভাবে উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে।”
এদিকে নিখোঁজ শিশুটির মায়ের আহাজারিতে ঘাট এলাকায় এক হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়েছে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা উদ্ধার কার্যক্রম সফলভাবে সম্পন্ন হওয়ার জন্য সকলের দোয়া কামনা করেছেন।

দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জিব সরকার ঘটনাস্থল পরিদর্শন করেন।এসময় তিনি বলেন শিশুর মৃত্যটি হৃদয় বিদারক, নিখোঁজ শিশুটির উদ্ধারে ডুবুরি দল কাজ করছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2025 surmapostnewsbd.com
Design & Developed BY Ohhre Technologies Limited.