সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ০৩:১০ পূর্বাহ্ন
আল-মারজান বিজয় পাশা ::
সুনামগঞ্জ-০৪ (সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর) আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ধানের শীষ প্রতীকের মনোনয়নপ্রত্যাশী, সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সফল সাধারণ সম্পাদক ও বর্তমান আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল জেলার জাতীয়তাবাদী মহিলা দলের সিনিয়র নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেছেন।
শনিবার অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুলের ব্যক্তিগত কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা মহিলা দলের সভাপতি লুৎফা আনোয়ার। সভায় আরও উপস্থিত ছিলেন জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফেজা ফেরদৌস লিপন, সিনিয়র সহ-সভাপতি শাহানা আলম, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জয়শ্রী দেব বাবলী, সাংগঠনিক সম্পাদক খাদিজা আক্তার কলি এবং মহিলা দলের নেত্রী লিজা আক্তার, সুলতানা মনি ও রুমি আক্তার।
এছাড়া সদর উপজেলা মহিলা দলের সভাপতি আফসানা রহমান এলসি, সাধারণ সম্পাদক মুর্শেদা উদ্দীন, পৌর মহিলা দলের সভাপতি সাবরিনা জেনি এবং সাধারণ সম্পাদক মার্জিয়া বেগমও সভায় অংশগ্রহণ করেন।
মতবিনিময় সভায় অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল বলেন, “আপনারা আমাকে যেভাবে সহযোগিতা করছেন, আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। আমরা সবাই মিলে এই আসনটি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে উপহার দিতে চাই। আমি ধানের শীষ প্রতীকের জন্য কাজ করে যাচ্ছি। আশা করি, আপনারা পাশে থাকলে দল আমাকেই মনোনয়ন দেবে।”
তিনি জেলার প্রতিটি উপজেলায় মহিলা দলের সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানান এবং আগামী নির্বাচনে বিএনপিকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার অনুরোধ জানান।