সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ০৩:২২ পূর্বাহ্ন
Oplus_16908288
স্টাফ রিপোর্টার::
সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ-এর সাবেক প্রশাসক এবং সুশাসনের জন্য নাগরিক (সুজন) সিলেট-এর সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের এলমহার্স্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল স্থানীয় সময় শুক্রবার (৯ অক্টোবর) দুপুরের কিছু পরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর।
সিলেটের বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ রাজনীতিবিদ বেদানন্দ ভট্টাচার্য এক ফেসবুক পোস্টের মাধ্যমে এই দুঃসংবাদটি জানান শুক্রবার দিবাগত রাত সাড়ে বারোটার দিকে। তিনি পোস্টে উল্লেখ করেন, যুক্তরাষ্ট্রে অবস্থানকালেই তিনি মৃত্যুবরণ করেন।
নিউইয়র্কপ্রবাসী সাংবাদিক ইব্রাহিম চৌধুরী খোকন মরহুমের পরিবারের বরাতে জানান, শারীরিক অসুস্থতা নিয়ে গত মাসে নিউইয়র্কে গিয়েছিলেন ফারুক মাহমুদ চৌধুরী। সম্প্রতি তাঁর শারীরিক জটিলতা বাড়লে তাঁকে এলমহার্স্ট হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তিনি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
সামাজিক সংগঠন সুজনসহ বিভিন্ন সামাজিক ও মানবিক উদ্যোগের সাথে সক্রিয়ভাবে জড়িত ছিলেন ফারুক মাহমুদ চৌধুরী। সমাজসেবার মাধ্যমে তিনি সিলেট অঞ্চলে একজন সুপরিচিত ব্যক্তিত্বে পরিণত হন। তাঁর দুই পুত্রই নিউইয়র্কে প্রবাসী।
কমিউনিটি সংগঠক জুয়েল চৌধুরী জানান, মরহুম ফারুক মাহমুদ চৌধুরীর দাফন ওয়াশিংটন মেমোরিয়াল কবরস্থানে সম্পন্ন হবে। দাপ্তরিক আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর তাঁর মরদেহ উডসাইডের আহলে বায়াত মসজিদ ফিউনারেল হোমে নেওয়া হবে এবং সেখানেই জানাজা অনুষ্ঠিত হবে। জানাজার নির্দিষ্ট সময় পরে জানানো হবে।
ফারুক মাহমুদ চৌধুরীর মৃত্যুতে দেশ ও প্রবাসের বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে।