সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ০৪:০১ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার::
নদীপথে টোল আদায়ের নামে চাঁদাবাজি ও জাদুকাটা নদী থেকে অবৈধভাবে পাড় কেটে বালু উত্তোলনের বিরুদ্ধে দ্রুত প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সুনামগঞ্জ-১ আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কামরুজ্জামান কামরুল।
রোববার (১২ অক্টোবর) সকালে জেলা প্রশাসকের সভাপতিত্বে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা কমিটির সভায় জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়ার দৃষ্টি আকর্ষণ করে এসব অভিযোগ উত্থাপন করেন তিনি।
সভায় বিএনপি নেতা কামরুল বলেন, “তাহিরপুর ও জামালগঞ্জ উপজেলার বিভিন্ন ঘাটে টোল আদায়ের নামে নিয়ম বহির্ভূতভাবে অতিরিক্ত টাকা নেওয়া হচ্ছে। বিশেষ করে ফতেপুর, তাহিরপুর ডাম্পের বাজার, ফাজিলপুর, ঘাঘরা ও শ্রীপুর নৌকা ঘাটে সরকারি নির্ধারিত টোলের চেয়ে ৪-৫ গুণ বেশি আদায় করা হচ্ছে। সরকার যেখানে ৩০ থেকে ৫০ পয়সা নির্ধারণ করেছে, সেখানে আদায় হচ্ছে ২ থেকে ৩ টাকা করে।”
তিনি আরও বলেন, “এই অবৈধ চাঁদাবাজিতে সাধারণ যাত্রী, ব্যবসায়ী ও নৌপথে যাতায়াতকারী শ্রমিকরা প্রতিনিয়ত ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এই অবস্থার অবসানে প্রত্যেকটি ঘাটে নির্ধারিত টোল চার্ট টানিয়ে দেওয়া ও নিয়মিত নজরদারির দাবি জানাই।”
কামরুজ্জামান কামরুল জাদুকাটা নদীতে রাতের আঁধারে পাড় কেটে বালু উত্তোলনের বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, “নদীর তীর কাটা হলে পরিবেশের মারাত্মক ক্ষতি হয় এবং হাজার হাজার শ্রমিক কর্মহীন হয়ে পড়ে। তাই শ্রমিকদের স্বার্থ এবং পরিবেশ রক্ষায় নদীতে ড্রেজার চলাচল বন্ধ করতে হবে।”
তিনি প্রশাসনের কাছে দাবি জানান, অবিলম্বে নদীর পাড় কাটা বন্ধ ও অবৈধ ড্রেজার অপসারণ করতে হবে।
সভায় সুনামগঞ্জ জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, “টোল আদায়ের নামে চাঁদাবাজি বন্ধে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পুলিশ প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। নদীর তীর কেটে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”