সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ০৩:৫৮ পূর্বাহ্ন
বিশ্বনাথ প্রতিনিধি::
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ (বিশ্বনাথ–ওসমানীনগর) আসনে বাংলাদেশ খেলাফত মজলিস থেকে একক প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন দলের কেন্দ্রীয় নেতা ও যুক্তরাষ্ট্র প্রবাসী আলেম, ইসলামিক স্কলার ড. মুফতি হাফিজ লুৎফুর রহমান ক্বাসিমী। দলীয় সূত্রে জানা যায়, তিনি নির্বাচনী প্রতীক হিসেবে রিকশা প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করবেন।
ড. মুফতি ক্বাসিমী সিলেটের বিশ্বনাথ উপজেলার রাজনগর গ্রামের সন্তান। তাঁর পিতা মরহুম আলহাজ্ব মৌলভী আলতাফুর রহমান এবং বড় ভাই মাওলানা শায়েখ হাবিবুর রহমান ফারুক্ব বিশ্বনাথের জামেয়া মুহাম্মদিয়া আরাবিয়া মাদ্রাসার প্রাক্তন প্রিন্সিপাল ছিলেন। প্রাথমিক শিক্ষা তিনি বিশ্বনাথের জামেয়া দারুল উলূম মাদানীয়া মাদ্রাসায় শুরু করেন। পরবর্তীতে জামেয়া তওক্কুলিয়া রেঙ্গা এবং জামেয়া ক্বাসিমুল উলূম দরগাহ হযরত শাহজালাল (রহ.) থেকে শিক্ষা গ্রহণ করেন। বিশ্বনাথ সরকারি আলিয়া মাদ্রাসা থেকে দাখিল ও আলীম সম্পন্ন করে, ঢাকার জামেয়া রহমানিয়া আরাবিয়া থেকে দাওরায়ে হাদীস সমমান মাস্টার্স সম্পন্ন করেন।
উচ্চতর শিক্ষায় ১৯৯৬ সালে ভারতের দারুল উলূম দেওবন্দ থেকে হাদীসে বিশেষ কোর্স এবং ১৯৯৭ সালে পাকিস্তানের করাচির জামেয়াতুল উলূমিল ইসলামিয়া থেকে ইফতা বিভাগে বিশেষ কোর্স করেন। ২০২৩ সালে যুক্তরাষ্ট্রের ইন্টারফেইথ থিওলজিক্যাল সেমিনারি থেকে ইসলামিক স্টাডিজ ও হাদীস বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তাঁর গবেষণামূলক থিসিসগুলো বই আকারে প্রকাশিত হয়েছে এবং ই-বুক হিসেবে পাওয়া যাচ্ছে।
১৯৯৮ সালে জামেয়া মুহাম্মদিয়া আরাবিয়ায় শিক্ষকতা শুরু করার পর একই বছর যুক্তরাষ্ট্র পাড়ি জমান। নিউইয়র্কের আল-আমিন ইসলামিক সেন্টার ও আস-সাফা ইসলামিক সেন্টারে শিক্ষক ও প্রশাসনিক দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি ইউনাইটেড উলামা কাউন্সিল অব ইউএসএ ইনক-এর সভাপতি, ইফতা বোর্ড ইন্টারন্যাশনাল নিউইয়র্ক-এর মহাসচিব এবং বিভিন্ন আন্তর্জাতিক ও দেশীয় মিডিয়ায় নিয়মিত ইসলামি আলোচক ও উপদেষ্টা।
২০০৬ সাল থেকে ১৮ বছর ধরে বিশ্বনাথ-ওসমানীনগর এলাকায় উন্নয়নমূলক ও সমাজসেবামূলক কাজে নিজেকে নিয়োজিত করেছেন। দরিদ্র ও অসহায়দের জন্য বিভিন্ন ধরণের আর্থিক সহায়তা, শিক্ষাসহায়তা, অসুস্থদের চিকিৎসা ও দুর্যোগ মোকাবেলায় কার্যকর ভূমিকা পালন করেছেন।
দীর্ঘ প্রবাসজীবন শেষে দেশের রাজনীতিতে সক্রিয় ভূমিকা নিতে এই আলেম এবার মাঠে নেমেছেন। তিনি বিশ্বনাথ-ওসমানীনগর উন্নয়ন ও ন্যায়ের রাজনীতি প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ।