সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ০৪:১১ পূর্বাহ্ন

ধর্মপাশায় শরিফা হত্যার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

সাইফ উল্লাহ, স্টাফ রিপের্টার::
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় এক নারীর নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ অক্টোবর) সকাল ১১টায় ধর্মপাশা থানা প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে আদালত প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। মিছিল শেষে উপজেলা পরিষদ চত্বরে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে ধর্মপাশা ও মোহনগঞ্জ উপজেলার সর্বস্তরের জনগণ অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন নিহত শরিফা আক্তারের মা সাজেদা আক্তার, তার বোন তানিয়া, গৃহিণী ডালিয়া, মোহনগঞ্জ পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাংবাদিক মানিক তালুকদার, পৌর বিএনপির শ্রমবিষয়ক সম্পাদক মো. দিকচান, সহ-সভাপতি শহিদুল ইসলাম, মোহনগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক তাসলিমা আক্তার প্রমুখ।
বক্তারা জানান, গত ৬ অক্টোবর দুপুরে শরিফা আক্তার (২৮) আদালত প্রাঙ্গণে অবস্থান করছিলেন। এ সময় তার সাবেক স্বামী মো. আখতার হোসেন (৪০), পিতা হেকিম মির্জা, পেছন থেকে এসে তাকে ছুরিকাঘাত করে। শরিফার পিঠে ছুরি দিয়ে আঘাত করলে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই মারা যান। নিহত শরিফার তিন বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে।

ঘটনার পরপরই স্থানীয় জনতা ঘাতক আখতার হোসেনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। এ ঘটনায় ধর্মপাশা থানায় মোট ১১ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।  বক্তারা দ্রুত সকল আসামিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2025 surmapostnewsbd.com
Design & Developed BY Ohhre Technologies Limited.