সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ০২:৫৪ পূর্বাহ্ন

ধর্মপাশা বাদশাগঞ্জে শিক্ষক-কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ

ধর্মপাশা প্রতিনিধি::

ঢাকা প্রেসক্লাবের সামনে শান্তিপূর্ণ আন্দোলনে অংশ নেওয়া বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার বাদশাগঞ্জে কর্মবিরতি ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ১১টায় বাদশাগঞ্জ ডিগ্রি কলেজ প্রাঙ্গণ থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে কলেজ চত্বরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। “বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী” ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে বাদশাগঞ্জ ডিগ্রি কলেজ এবং বাদশাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীরা অংশ নেন।

সমাবেশে বক্তারা বলেন, “ঢাকায় শান্তিপূর্ণভাবে দাবি আদায়ের আন্দোলনে অংশ নেওয়া নিরীহ শিক্ষকদের ওপর হামলা অত্যন্ত ন্যাক্কারজনক। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং দোষীদের আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।”

এ সময় বক্তারা তাদের যৌক্তিক দাবিগুলোর মধ্যে বাড়িভাড়া ২০%, চিকিৎসা ভাতা ১৫০০ টাকা এবং উৎসব ভাতা ৭৫% প্রদান বাস্তবায়নের দাবি জানান।

সমাবেশে বক্তব্য রাখেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফজলুল হক, বাদশাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, কলেজের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক ইসতিয়াক হোসেন চৌধুরী স্বপন, বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের শিক্ষক বিজন বর্মণ এবং কলেজের অফিস সহকারী লুৎফর রহমান উজ্জ্বল।

বক্তারা বলেন, “আমাদের ন্যায্য দাবিগুলো বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে এবং শান্তিপূর্ণ আন্দোলন অব্যাহত থাকবে।”

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2025 surmapostnewsbd.com
Design & Developed BY Ohhre Technologies Limited.