সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ০৩:৫৫ পূর্বাহ্ন

নিজের সম্পদ বাড়াতে নয়, রাজনীতি করি জনগণের জন্য,… কামরুজ্জামান কামরুল

স্টাফ রিপোর্টার::
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জ-১ (তাহিরপুর, মধ্যনগর, ধর্মপাশা ও জামালগঞ্জ) আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী ও জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য এবং তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান কামরুলের সমর্থনে এক জনসভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ অক্টোবর) দুপুরে মধ্যনগর উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনসমূহের আয়োজনে মধ্যনগর বাজারে এ জনসভা অনুষ্ঠিত হয়।


সভায় সভাপতিত্ব করেন মধ্যনগর উপজেলা বিএনপির আহ্বায়ক আবু হায়াত এবং সঞ্চালনায় ছিলেন প্রথম যুগ্ম আহ্বায়ক আব্দুল কাইয়ূম মজনু।
জনসভায় প্রধান অতিথির বক্তব্যে কামরুজ্জামান কামরুল বলেন, “প্রতি বছর এই জেলা থেকে সরকার প্রায় ১২ শত কোটি টাকা রাজস্ব আদায় করলেও গত একদশকে কোনো ধরনের কাঠামোগত উন্নয়ন হয়নি। আওয়ামী লীগ সরকারের আমলে বিনা ভোটে এমপি হয়ে অনেকেই জনগণের মৌলিক অধিকার থেকে তাদের বঞ্চিত করেছেন।” তিনি আরও বলেন, “বিএনপির শাসনামলে এই এলাকায় ব্যাপক উন্নয়ন হয়েছে। আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে ৩১ দফা রাষ্ট্র সংস্কার ও বৈষম্যহীন সমাজ গঠনের লক্ষ্যে বিএনপি জনগণের পাশে থাকবে।”
তিনি বলেন, “আমি রাজনীতি করি জনগণের কল্যাণে, নিজের সম্পদ বাড়াতে নয়। আমার সব ভরসার জায়গা হল চার উপজেলার সাধারণ মানুষ। আপনারা পাশে থাকলে আমি ধানের শীষ প্রতীকে প্রার্থী হয়ে আপনাদের অধিকার আদায়ে ভূমিকা রাখতে চাই।”


সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ইউপি চেয়ারম্যান মোঃ জুনাব আলী, ধর্মপাশা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ আব্দুল হক, মধ্যনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ মোশাহিদ আহমেদ ও আবুল বাশারসহ যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2025 surmapostnewsbd.com
Design & Developed BY Ohhre Technologies Limited.