সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ০৪:০৯ পূর্বাহ্ন
শাল্লা প্রতিনিধি::
সুনামগঞ্জের শাল্লা উপজেলা পরিষদ লাইব্রেরীতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ১৫টি মূল্যবান বই উপহার দিয়েছেন শাল্লা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক (সদস্য সচিব পদমর্যাদা) মো. আব্দুল আওয়াল।
উপহার হিসেবে প্রদান করা বইগুলোর মধ্যে রয়েছে— নৌকাডুবি, গীতাঞ্জলি, চোখের বালি, ক্ষণিকা, শেষের কবিতা, বনফুল, যোগাযোগ সহ আরও কয়েকটি কালজয়ী সাহিত্যকর্ম। লাইব্রেরীর পাঠক ও প্রশাসনের পক্ষ থেকে এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করা হয়েছে।
বই প্রদান অনুষ্ঠানে আব্দুল আওয়াল বলেন, “জ্ঞান চর্চা ও মানসিক বিকাশে বই পড়ার কোনো বিকল্প নেই। বই আমাদের পরম বন্ধু। নিজে ভালোবেসে অনলাইনে বইগুলো সংগ্রহ করেছি। আজ লাইব্রেরীতে দিয়ে আত্মতৃপ্তি অনুভব করছি। আমি সকলকে আহ্বান জানাই— আসুন, বই পড়ি, জ্ঞান গড়ি।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পিয়াস চন্দ্র দাস, শাল্লা উপজেলা বিএনপির আহ্বায়ক মো. সিরাজুল ইসলাম সিরাজ, শাল্লা থানার অফিসার ইনচার্জ মো. শফিকুল ইসলাম, কৃষকদলের সদস্য সচিব হাবিবুর রহমান হাবুল, ছাত্রদল নেতা শাকিল আহমেদ ও রেজাউল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ সময় ইউএনও পিয়াস চন্দ্র দাস জানান, শীঘ্রই ৩ নম্বর বাহাড়া ইউনিয়ন পরিষদের লাইব্রেরিটি সংস্কার করে পাঠোপযোগী করে তোলা হবে।