বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ১০:৩৭ পূর্বাহ্ন

শীর্ষ সংবাদ :
বিশ্বম্ভরপুরে আন্তর্জাতিক অহিংস দিবস উপলক্ষে পিএফজির মানববন্ধন জামালগঞ্জে মাদ্রাসা সুপারের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টা ও অর্থ আত্মসাতের প্রতিবাদে বিক্ষোভ সুনামগঞ্জে শিশু অধিকার সপ্তাহ’র সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত ওয়াইপিএজির সভায় সুনামগঞ্জ সরকারি কলেজের শহীদ মিনার ভাঙ্গার নিন্দা শাল্লা উপজেলা পরিষদ লাইব্রেরীতে বই দিলেন বিএনপি নেতা আব্দুল আওয়াল ধর্মপাশা বাদশাগঞ্জে শিক্ষক-কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ যাদুকাটা নদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৪ জনকে কারাদণ্ড বিআরটিএ সুনামগঞ্জের সাথে নিসচা সাথে মতবিনিময় সভা নিজের সম্পদ বাড়াতে নয়, রাজনীতি করি জনগণের জন্য,… কামরুজ্জামান কামরুল ধর্মপাশায় শরিফা হত্যার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

বিআরটিএ সুনামগঞ্জের সাথে নিসচা সাথে মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার::
আগামী ২২ অক্টোবর ২০২৫ ‘নিরাপদ সড়ক দিবস’ উদযাপন উপলক্ষে “পথ যেন হয় শান্তির, মৃত্যুর নয়” এই শ্লোগানকে সামনে রেখে নিরাপদ সড়ক চাই (নিসচা) সুনামগঞ্জ জেলা শাখার আয়োজনে বিআরটিএ সুনামগঞ্জের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, দুপুর ২টা ৩০ মিনিটে সুনামগঞ্জ বিআরটিএ কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, সড়কে নিরাপত্তা জোরদার, চালক ও পথচারীদের সচেতনতা বৃদ্ধি, এবং সড়ক পরিবহন আইন-২০১৮ এর কার্যকর বাস্তবায়ন—এমন নানা বিষয় নিয়ে আলোচনা হয়। সভায় সিলেট-সুনামগঞ্জ মহাসড়কসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে দুর্ঘটনা হ্রাসে সমন্বিত কার্যক্রম হাতে নেওয়ার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
নিসচা সুনামগঞ্জের পক্ষ থেকে উত্থাপিত প্রস্তাবনার মধ্যে উল্লেখযোগ্য ছিল: লাইসেন্স প্রদান প্রক্রিয়ায় স্বচ্ছতা ও যথাযথ যাচাই-বাছাই নিশ্চিত করা। অতিরিক্ত ফি নিয়ে অদক্ষ চালকদের লাইসেন্স প্রদান বন্ধ করা। সড়কে নিয়মিত ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা। ফিটনেসবিহীন ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ। ট্রাফিক আইন মেনে চলতে সচেতনতা ও প্রয়োজনে কঠোর আইন প্রয়োগ। দুর্ঘটনাপ্রবণ এলাকাগুলো চিহ্নিত করে প্রতিকারমূলক পদক্ষেপ নেওয়া। মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে নিয়মভঙ্গকারী যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা। বিআরটিএ-এর সেবার মানোন্নয়ন ও জনভোগান্তি লাঘবে আধুনিক ব্যবস্থাপনা প্রবর্তন। পরিবেশবান্ধব পরিবহন যেমন ইলেকট্রিক যানবাহন ব্যবহারে উৎসাহ প্রদান।
সভায় বিআরটিএ সুনামগঞ্জের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোটরযান পরিদর্শক শফিকুল ইসলাম রাসেল এবং অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা নিসচা’র প্রস্তাবনাগুলো গুরুত্বসহকারে গ্রহণ করেন এবং সমন্বিতভাবে কাজ করার আশ্বাস দেন।
নিসচা সুনামগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি মোঃ ওবায়দুল হক মিলনের নেতৃত্বে সভায় আরও উপস্থিত ছিলেন সহ-সভাপতি আফতাব উদ্দিন, সাধারণ সম্পাদক আবু হানিফ, যুগ্ম সাধারণ সম্পাদক ফুয়াদ মনি, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নুর, প্রচার সম্পাদক ফয়জুর রহমান সজীব, এবং সদস্য ওবায়দুল মুন্সী, মাইনুদ্দিন, আব্দুল বাছির, শফিউল আলম, মোস্তাফিজুর রহমান, আবু হুরায়রা ফাহিম, দবির মিয়া, সুফি আলম প্রমুখ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2025 surmapostnewsbd.com
Design & Developed BY Ohhre Technologies Limited.