সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ০৪:০১ পূর্বাহ্ন
বিশ্বম্ভরপুর প্রতিনিধি::
“সংঘাত নয়, ঐক্যের বাংলাদেশ গড়ি”—এই শ্লোগান ও মহাত্মা গান্ধীর বাণী “অহিংসার প্রথম নীতিই হলো সকল অমর্যাদাকে প্রত্যাখ্যান করা। নিষ্ক্রিয় থেকে অহিংসা প্রতিষ্ঠা করা যায় না”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্বম্ভরপুরে পালিত হয়েছে আন্তর্জাতিক অহিংস দিবস।
বুধবার (১৫ অক্টোবর) বিকেলে উপজেলার পলাশ বাজারে মানববন্ধনের আয়োজন করে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) ও (ওয়াইপিএজির) সদস্যরা। কর্মসূচিতে সহযোগিতা করে দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশ এমআইপিএস প্রজেক্ট।
পিস এম্বাসেডর আব্দুছ ছাত্তারের সভাপতিত্বে এবং ইয়থ সদস্য সামছুল কবিরের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন পিস এম্বাসেডর স্বপ্না আক্তার, সমন্বয়কারী ফুলমালা, মোর্শেদ মিয়া, পিএফজির সদস্য গোলাপ মিয়া, সিরাজুল ইসলাম, জুবায়ের আহমদ জুলহাস, মিনহাজ পারভীন, রাবিয়া বেগম, মিজানুর রহমান, সুইটি পাল, সুমাইয়া আক্তার, পাপিয়া আক্তার প্রমুখ।
আন্তর্জাতিক অহিংস দিবসের তাৎপর্য প্রসঙ্গে বক্তব্য রাখতে গিয়ে তারা বলেন, “বিশ্বে শান্তি প্রতিষ্ঠার জন্য অহিংসার চর্চা অত্যন্ত জরুরি। অহিংসার মূলে আছে সম্মান, সহনশীলতা ও সংলাপের চর্চা। এই দিনটি বিশ্ববাসীকে হিংসা, বিদ্বেষ ও সংঘাত পরিহার করে ঐক্যের পথে হাঁটার আহ্বান জানায়।”
উল্লেখ্য, ভারতীয় স্বাধীনতা আন্দোলনের অন্যতম নেতা মোহনদাস করমচাঁদ গান্ধীর জন্মদিন ২ অক্টোবরকে ২০০৭ সালে জাতিসংঘ ‘আন্তর্জাতিক অহিংস দিবস’ হিসেবে ঘোষণা করে। অহিংস আন্দোলন ও সত্যাগ্রহের মাধ্যমে ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে সফল প্রতিরোধ গড়ে তোলেন মহাত্মা গান্ধী।